কচুয়ায় জাতীয় পর্যায়ে উৎসব মূখর পরিবেশে শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট: ০৩:২৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯
  • ৮৭
ওমর ফারুকসাই,   কচুয়াঃ
চাঁদপুরের কচুয়ায় জাতীয় পর্যায়ে আনন্দগন পরিবেশে   শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ প্রতিযোগিতা পালিত হয়েছে।গতকাল শুক্রবার সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ প্রতিযোগিতা পরিক্ষাটি তিনটি বিভাগে  নেওয়া হয়েছে,যথাঃ(ক)গ্রুপে তৃতীয় শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী,(খ) গ্রুপে ষষ্ঠ শ্রেনী থেকে অষ্ঠম শ্রেণী গ্রুপে নবম শ্রেনী থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত অনুষ্ঠিত হয়।পর্যাকমে পরিক্ষা শেষে শিক্ষকরা  খাতা দেখে নাম্বার দেওয়া  হয়,এরপর ফল প্রকাশ করা হয়েছে,(ক)গ্রুপে প্রথম হয়েছে-পূনম চক্রবতী, দ্বিতীয়-নবনিতা বাইন,তৃৃতীয়-সাথী রানী,(খ)গ্রুপে প্রথম হয়েছে-লিজা রানী,দ্বিতীয়-অর্পিতা রানী,তৃৃতীয়-নীলা চক্রবতী,(গ)গ্রুপে প্রথম হয়েছে-পূনির্মা সাহা,দ্বিতীয়-পংকজ সরকার,তৃৃতীয়-ইতি রানী দাস প্রমুখ।
এসময় উক্ত পরীক্ষায়  উপস্থিত ছিলেন-কচুয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু ফণী ভূষন মজুমদার(তাপু) এবং সাধারন সম্পাদক-বাবু বিকাশ সাহা,সহ-সভাপতি অজিত কর,শিবু সাহা সহ প্রতিটি ইউনিয়ন পর্যায়ে সভাপতি এবং সাধারন সম্পাদকগন সবাই উপস্থিত  থেকে পরিক্ষাটিকে উৎসব  মূখর পরিবেশে গড়ে তুলেন।
ছবিঃ  কচুয়া জাতীয় র্পযায়ে শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ প্রতিযোগিতার ক,খ,গ গ্রুপে প্রথম,দ্বিতীয়,তৃতীয় হওয়ার শিক্ষার্থী ও অথিতিদের একাংশ।ছবি তুলেছেনঃশান্তু ধর
Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

কচুয়ায় জাতীয় পর্যায়ে উৎসব মূখর পরিবেশে শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট: ০৩:২৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯
ওমর ফারুকসাই,   কচুয়াঃ
চাঁদপুরের কচুয়ায় জাতীয় পর্যায়ে আনন্দগন পরিবেশে   শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ প্রতিযোগিতা পালিত হয়েছে।গতকাল শুক্রবার সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ প্রতিযোগিতা পরিক্ষাটি তিনটি বিভাগে  নেওয়া হয়েছে,যথাঃ(ক)গ্রুপে তৃতীয় শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী,(খ) গ্রুপে ষষ্ঠ শ্রেনী থেকে অষ্ঠম শ্রেণী গ্রুপে নবম শ্রেনী থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত অনুষ্ঠিত হয়।পর্যাকমে পরিক্ষা শেষে শিক্ষকরা  খাতা দেখে নাম্বার দেওয়া  হয়,এরপর ফল প্রকাশ করা হয়েছে,(ক)গ্রুপে প্রথম হয়েছে-পূনম চক্রবতী, দ্বিতীয়-নবনিতা বাইন,তৃৃতীয়-সাথী রানী,(খ)গ্রুপে প্রথম হয়েছে-লিজা রানী,দ্বিতীয়-অর্পিতা রানী,তৃৃতীয়-নীলা চক্রবতী,(গ)গ্রুপে প্রথম হয়েছে-পূনির্মা সাহা,দ্বিতীয়-পংকজ সরকার,তৃৃতীয়-ইতি রানী দাস প্রমুখ।
এসময় উক্ত পরীক্ষায়  উপস্থিত ছিলেন-কচুয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু ফণী ভূষন মজুমদার(তাপু) এবং সাধারন সম্পাদক-বাবু বিকাশ সাহা,সহ-সভাপতি অজিত কর,শিবু সাহা সহ প্রতিটি ইউনিয়ন পর্যায়ে সভাপতি এবং সাধারন সম্পাদকগন সবাই উপস্থিত  থেকে পরিক্ষাটিকে উৎসব  মূখর পরিবেশে গড়ে তুলেন।
ছবিঃ  কচুয়া জাতীয় র্পযায়ে শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ প্রতিযোগিতার ক,খ,গ গ্রুপে প্রথম,দ্বিতীয়,তৃতীয় হওয়ার শিক্ষার্থী ও অথিতিদের একাংশ।ছবি তুলেছেনঃশান্তু ধর