তারেক জিয়া সকল ষড়যন্ত্র ছিন্ন করে বীরের বেশে দেশে ফিরে আসবেন-হারুনুর রশিদ

  • আপডেট: ০৮:২০:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • ৬৮

ছবি-নতুনেরকথা।

স্বৈরাচারি সরকারের আমলে মৃত্যুবরণ করা নেতাদের স্মরণ করে অনুষ্ঠান শুরু করেছেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ।

নেতার মুখে হারিয়ে যাওয়া স্বজনদের নাম শুনে কৃতজ্ঞতায় মুখ উজ্জ্বল হয়ে ওঠে স্বজন হারা ব্যক্তিদের মুখে। সদা হাস্যেজ্জ্বল এবং বিনয়ী আচরনে সাধারণ মানুষের হৃদয়ে দাগ কাটা মানুষটি সাধারণের হৃদয়ের আরেকটু গভীরে প্রবেশ করেছেন।

উপজেলার ১৫নং রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে ইউনিয়নের মৃত্যুবরণ করা নেতা কর্মীদের স্মরণ করতে গিয়ে তার কণ্ঠ ভারি হয়ে আসে।

বক্তব্য তিনি বলেন,“যারা মৃত্যু বরণ করেছেন তারা আজকের স্বাধীনতা দেখে যেতে পারেননি। অথচ প্রতিটি আন্দোলন সংগ্রামে তাদের বিরাট ভূমিকা ছিলো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। আপনারা আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করবেন। তারেক জিয়ার জন্যও দোয়া করবেন, যাতে ষড়যন্ত্রমূলক সকল মামলার ঝাল ছিন্ন করে তিনি বীরের বেশে দেশে ফিরতে পারেন।”

উপজেলার শীর্ষস্থানীয় এক নেতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমার উপরটা যত নরম ভিতরটা তত নরম নয়। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি হুজুর একটা কথা বলতেন, ‘বিড়ালের মতো একশ বছর না বেঁচে সিংহের মতো এক ঘন্টা বাঁচো।’ চুপ করে আছি তার মানে এই নয় অন্যায়কে প্রশ্রয় দিবো। স্বৈরাচারী আওয়ামী লীগের দু:শাসনে আমরা পিড়িত নির্যাতিত হলেও ধৈর্য্য হারায়নি, এখনো হারাবো না। সুবিধাবাদীরা সর্বদাই নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকে। আমি বিশ্বাস করি বিএনপির প্রকৃত নেতাকর্মীরা কখনই এই সুবিধাভোগীদের দলে নেই। কে কোথায় কি করছে দলের সর্বোচ্চ মহল তা অবগত রয়েছে।

বিগত সময়ে রূপসা উত্তর ইউনিয়নের বিএনপির যেসব নেতা কর্মী মারা গেছেন তারা হলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমান পাটোয়ারী, ইউনিয়ন বিএনপির বর্তমান কমিটির সভাপতি ওয়ারেন্ট অফিসার আবেদ আলী, সহ-সভাপতি রুহুল আমিন, ইউনিয়ন যুবদলের সভাপতি কামরুল হাসান সবুজ, ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান পাটোয়ারী, ৭নং ওয়ার্ড বিএনপির সদস্য আব্দুল খালেক মিস্ত্রি, হাবিবুর রহমান মিস্ত্রি, ফজল হক বেপারী, আবদুল মতিন বেপারী, সাবেক মেম্বার আতিকুর রহমান মিন্টু পাটোয়ারী, মাওলানা আবুল খায়ের মিয়াজী, শামসুল হক মৃধা প্রমুখ। এসব ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে নিরবে দোয়া করা হয়।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রূপসা উত্তর ইউনিয়ন বিএনপি আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ পূর্ব আলোচনা সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.জাকির হোসেন। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.রবিউল ইমাম (বাবু)র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, ফরিদগঞ্জ পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক টুটুল পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম, শাওন পাঠান, পৌর যুবদল নেতা কৃষ্ণকমল, শ্রমিক দল নেতা কাশেম আলী। ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.জলিল, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ছোট ফারুক, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সহ সভাপতি ইউসুফ হোসেন মাসুদ, ইউনিয়ন বিএনপি নেতা রোকন হোসেন, আমির হোসেন, নবীদ রাজ, সেলিম রাজ, আলমগীর পাটোয়ারী, মাহাবুব আলম।

আলোচনা শেষে ইউনিয়নের সাড়ে তিন শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ সকালে ১নং বালিথুবা ইউনিয়নের চান্দা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে, দুপুরে ফরিদগঞ্জ পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় আলোচনা সভা শেষে ৫শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

তারেক জিয়া সকল ষড়যন্ত্র ছিন্ন করে বীরের বেশে দেশে ফিরে আসবেন-হারুনুর রশিদ

আপডেট: ০৮:২০:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

স্বৈরাচারি সরকারের আমলে মৃত্যুবরণ করা নেতাদের স্মরণ করে অনুষ্ঠান শুরু করেছেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ।

নেতার মুখে হারিয়ে যাওয়া স্বজনদের নাম শুনে কৃতজ্ঞতায় মুখ উজ্জ্বল হয়ে ওঠে স্বজন হারা ব্যক্তিদের মুখে। সদা হাস্যেজ্জ্বল এবং বিনয়ী আচরনে সাধারণ মানুষের হৃদয়ে দাগ কাটা মানুষটি সাধারণের হৃদয়ের আরেকটু গভীরে প্রবেশ করেছেন।

উপজেলার ১৫নং রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে ইউনিয়নের মৃত্যুবরণ করা নেতা কর্মীদের স্মরণ করতে গিয়ে তার কণ্ঠ ভারি হয়ে আসে।

বক্তব্য তিনি বলেন,“যারা মৃত্যু বরণ করেছেন তারা আজকের স্বাধীনতা দেখে যেতে পারেননি। অথচ প্রতিটি আন্দোলন সংগ্রামে তাদের বিরাট ভূমিকা ছিলো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। আপনারা আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করবেন। তারেক জিয়ার জন্যও দোয়া করবেন, যাতে ষড়যন্ত্রমূলক সকল মামলার ঝাল ছিন্ন করে তিনি বীরের বেশে দেশে ফিরতে পারেন।”

উপজেলার শীর্ষস্থানীয় এক নেতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমার উপরটা যত নরম ভিতরটা তত নরম নয়। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি হুজুর একটা কথা বলতেন, ‘বিড়ালের মতো একশ বছর না বেঁচে সিংহের মতো এক ঘন্টা বাঁচো।’ চুপ করে আছি তার মানে এই নয় অন্যায়কে প্রশ্রয় দিবো। স্বৈরাচারী আওয়ামী লীগের দু:শাসনে আমরা পিড়িত নির্যাতিত হলেও ধৈর্য্য হারায়নি, এখনো হারাবো না। সুবিধাবাদীরা সর্বদাই নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকে। আমি বিশ্বাস করি বিএনপির প্রকৃত নেতাকর্মীরা কখনই এই সুবিধাভোগীদের দলে নেই। কে কোথায় কি করছে দলের সর্বোচ্চ মহল তা অবগত রয়েছে।

বিগত সময়ে রূপসা উত্তর ইউনিয়নের বিএনপির যেসব নেতা কর্মী মারা গেছেন তারা হলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমান পাটোয়ারী, ইউনিয়ন বিএনপির বর্তমান কমিটির সভাপতি ওয়ারেন্ট অফিসার আবেদ আলী, সহ-সভাপতি রুহুল আমিন, ইউনিয়ন যুবদলের সভাপতি কামরুল হাসান সবুজ, ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান পাটোয়ারী, ৭নং ওয়ার্ড বিএনপির সদস্য আব্দুল খালেক মিস্ত্রি, হাবিবুর রহমান মিস্ত্রি, ফজল হক বেপারী, আবদুল মতিন বেপারী, সাবেক মেম্বার আতিকুর রহমান মিন্টু পাটোয়ারী, মাওলানা আবুল খায়ের মিয়াজী, শামসুল হক মৃধা প্রমুখ। এসব ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে নিরবে দোয়া করা হয়।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রূপসা উত্তর ইউনিয়ন বিএনপি আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ পূর্ব আলোচনা সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.জাকির হোসেন। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.রবিউল ইমাম (বাবু)র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, ফরিদগঞ্জ পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক টুটুল পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম, শাওন পাঠান, পৌর যুবদল নেতা কৃষ্ণকমল, শ্রমিক দল নেতা কাশেম আলী। ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.জলিল, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ছোট ফারুক, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সহ সভাপতি ইউসুফ হোসেন মাসুদ, ইউনিয়ন বিএনপি নেতা রোকন হোসেন, আমির হোসেন, নবীদ রাজ, সেলিম রাজ, আলমগীর পাটোয়ারী, মাহাবুব আলম।

আলোচনা শেষে ইউনিয়নের সাড়ে তিন শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ সকালে ১নং বালিথুবা ইউনিয়নের চান্দা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে, দুপুরে ফরিদগঞ্জ পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় আলোচনা সভা শেষে ৫শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন।