চাঁদপুরে মাছের খামার থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

কচুয়া মাছের খামার থেকে মিরাজ হোসেন সরদার (১৯) শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

চাঁদপুরের কচুয়ার পালাখাল গ্রামের একটি মাছের খামার থেকে মিরাজ হোসেন সরদার (১৯) নামে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পালাখাল সরদার বাড়ির পশ্চিম পাশের বিলে মাছের খামার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে পুলিশ ময়নাতদন্তের জন্য তার মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত কলেজ ছাত্র মিরাজ ওই গ্রামের ইলেকট্রেশিয়ান কামাল হোসেন সরদারের বড় ছেলে। তিনি স্থানীয় পালাখাল রুস্তম আলী ডিগ্রি কলেজের একাদ্বশ শ্রেনীতে অধ্যয়নরত ছিলেন।

মিরাজের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে মিরাজ হোসেন ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। আজ শুক্রবার ভোর থেকে তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়। বিকেলে বাড়ির পশ্চিম পাশে বিলে একটি মাছের খামারের জলাশয়ে স্থানীয়রা মরদেহ ভেসে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরিবার লোকজন গিয়ে মিরাজের মরদেহ শনাক্ত করেন।

মিরাজের মা বিলকিছ আক্তার জানান, তার ছেলেকে কে বা কারা পরিকল্পিতভাবে হত্যা করে মাছের খামারের জলাশয়ে লাশ ফেলে রেখে যায়। তিনি সন্তান হত্যার বিচার দাবী করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, নিহত ছাত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

চাঁদপুরে মাছের খামার থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট: ০৯:৫৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

চাঁদপুরের কচুয়ার পালাখাল গ্রামের একটি মাছের খামার থেকে মিরাজ হোসেন সরদার (১৯) নামে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পালাখাল সরদার বাড়ির পশ্চিম পাশের বিলে মাছের খামার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে পুলিশ ময়নাতদন্তের জন্য তার মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত কলেজ ছাত্র মিরাজ ওই গ্রামের ইলেকট্রেশিয়ান কামাল হোসেন সরদারের বড় ছেলে। তিনি স্থানীয় পালাখাল রুস্তম আলী ডিগ্রি কলেজের একাদ্বশ শ্রেনীতে অধ্যয়নরত ছিলেন।

মিরাজের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে মিরাজ হোসেন ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। আজ শুক্রবার ভোর থেকে তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়। বিকেলে বাড়ির পশ্চিম পাশে বিলে একটি মাছের খামারের জলাশয়ে স্থানীয়রা মরদেহ ভেসে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরিবার লোকজন গিয়ে মিরাজের মরদেহ শনাক্ত করেন।

মিরাজের মা বিলকিছ আক্তার জানান, তার ছেলেকে কে বা কারা পরিকল্পিতভাবে হত্যা করে মাছের খামারের জলাশয়ে লাশ ফেলে রেখে যায়। তিনি সন্তান হত্যার বিচার দাবী করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, নিহত ছাত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।