কচুয়া স্টুডেন্টস এসোসিয়েশন অব জগন্নাথ ইউনিভার্সিটির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জগন্নাথ ইউনিভার্সিটির কচুয়ার স্টুডেন্টস এসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার একাংশ

চাঁদপুরের কচুয়ার স্টুডেন্টস এসোসিয়েশন অব জগন্নাথ ইউনিভার্সিটির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। গত ১১ সেপ্টেম্বর (বুধবার ) জগন্নাথ ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে উদযাপন করা হয়।

২০১৭ সালের ১১ সেপ্টেম্বর চাঁদপুর জেলার কচুয়া উপজেলার শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ এবং একতা বৃদ্ধির লক্ষ্যে এই সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কচুয়া উপজেলার শিক্ষার্থীরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে একে অপরের পাশে দাঁড়ানো, সহযোগিতা ও উন্নতির পথে একসঙ্গে চলার সুযোগ পায়।

বিগত ৭ বছরে সংগঠনটি কেবলমাত্র শিক্ষার্থীদের একত্রিত করতেই নয়, তাদের বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শাহ ইমরান খানের তত্ত্বাবধানে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যরা তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে আরও সুসংগঠিত ও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। কচুয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আগামীতেও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাবে, এমনই আশা ব্যক্ত করেছেন বর্তমান ও সাবেক সদস্যরা।

Tag :
সর্বাধিক পঠিত

ভারতে মসজিদের স্থানে মন্দির দাবি করে জরিপের চেস্টায় উত্তেজনা, পুলিশের গুলিতে ৩ মুসল্লি নিহত (ভিডিওসহ)

কচুয়া স্টুডেন্টস এসোসিয়েশন অব জগন্নাথ ইউনিভার্সিটির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আপডেট: ১০:০৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

চাঁদপুরের কচুয়ার স্টুডেন্টস এসোসিয়েশন অব জগন্নাথ ইউনিভার্সিটির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। গত ১১ সেপ্টেম্বর (বুধবার ) জগন্নাথ ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে উদযাপন করা হয়।

২০১৭ সালের ১১ সেপ্টেম্বর চাঁদপুর জেলার কচুয়া উপজেলার শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ এবং একতা বৃদ্ধির লক্ষ্যে এই সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কচুয়া উপজেলার শিক্ষার্থীরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে একে অপরের পাশে দাঁড়ানো, সহযোগিতা ও উন্নতির পথে একসঙ্গে চলার সুযোগ পায়।

বিগত ৭ বছরে সংগঠনটি কেবলমাত্র শিক্ষার্থীদের একত্রিত করতেই নয়, তাদের বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শাহ ইমরান খানের তত্ত্বাবধানে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যরা তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে আরও সুসংগঠিত ও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। কচুয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আগামীতেও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাবে, এমনই আশা ব্যক্ত করেছেন বর্তমান ও সাবেক সদস্যরা।