• ঢাকা
  • রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ আগস্ট, ২০১৯
সর্বশেষ আপডেট : ১ আগস্ট, ২০১৯

চিকিৎসকের ভুল রিপোর্টে নবজাতকের মৃত্যুর অভিযোগ॥থানায় মামলা

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

শওকতআলী॥

চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডের একটি ডায়াগনষ্টিক সেন্টারে গাইনী চিকিৎসকের আল্টাসনোগ্রামে ভুল রিপোর্টে প্রসূতির প্রসব পূর্ব সতর্কতা না থাকায় নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়াগেছে। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

গত ৩০ জুলাই সকাল ৯টায় সদর উপজেলার মান্দারী গ্রামের মো. ইয়াছিন পাটয়ারীর স্ত্রী প্রসূতি ফারজানা আক্তার শহরের আল-মানার হাসপাতালে নরমাল ডেলিভারী হলে এক নবজাতক জীবিত ও ৫ মিনিট পরে আরেক মৃত নবজাতকের জন্ম হয়।

এই ঘটনার পর নবজাতকের পিতা মো. ইয়াছিন পাটওয়ারী গাইনি চিকিৎসক নাসরিন পারভীন এর কাছে দু’টি সন্তান তার স্ত্রী গর্বে আছে এমন তথ্য বিভ্রান্ত দেয়া হলো কেন জানতে গেলে তাকে চেম্বারে পায়নি। একই চেম্বার তাঁর স্বামী ডাঃ সোহেল আহম্মেদকে পেয়ে অভিযোগ করলে সেখানে চিকিৎসক কর্তৃক বাক বিতন্ডা ও লাঞ্ছিত করা হয় ইয়াছিনকে। পরে তিনি এই বিষয়ে চাঁদপুর মডেল থানায় আজ বুধবার ৩১ জুলাই বিকেলে একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ থেকে জানা যায়, ইয়াছিনের স্ত্রী অন্ত:সত্ত্বা হওয়ার পর থেকে বিগত ৬ মাস যাবৎ বিভিন্ন সময়ে শহরের স্টেডিয়াম রোডের ডাঃ নাসরিন পারভীনের চেম্বারে গিয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান। এরই ধারবাহিকতায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পর্যায়ক্রমে ৩ বার আল্ট্রাসনোগ্রাম করা হয়। সর্বশেষ চলতি মাসের ১ তারিখে আল্ট্রসনোগ্রাম করা হয়। রিপোর্ট দেখে চিকিৎসক তার স্ত্রী পারজানার গর্বে একটি পুত্র সন্তান রয়েছে বলে জানান। সে অনুযায়ী ইয়াছিন তার স্ত্রীর স্বাস্থ্য পরিচর্যা করে আসছিলেন। গত ৩০ জুলাই ভোরে ফারজানার প্রসব বেদনা উঠলে জরুরি ভিত্তিতে ডাঃ নাসরিন পারভীনের নিকট নিয়ে আসেন। কিন্তু তিনি চেম্বারে না থাকায় শহরের আল-মানার হাসপাতালে নিয়ে আসলে সকাল ৯টায় স্বাভাবিক ডেলিভারীতে প্রথমে জীবিত কন্যা সন্তান প্রসব এবং পরবর্তীতে আরেকজন মৃত পুত্র সন্তান প্রসব হয়।

ইয়াছিন পাটওয়ারী জানান, চিকিৎসকের ভুল তথ্যের কারণে তারা বিভ্রান্তির মধ্যে পড়েন এবং পুত্র সন্তান মৃত হওয়ায় তাদের পরিবারের মধ্যে চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি হয়। পরে তিনি বিষয়টি কেন বিভ্রান্ত তথ্য দেয়া হয়েছে গাইনী চিকিৎসকের কাছে জানতে গেলে তাকে চেম্বারে না পেয়ে তার স্বামী চিকিৎসক সোহেল আহমেদের চেম্বারে যান। সেখানে ইয়াছিন তার ক্ষোভের কথাগুলো বলতে গেলে তাদের মধ্যে বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে চিকিৎসক তার চেম্বারের লোকজন দিয়ে ইয়াছিনের সাথে খারাপ আচরণ করে তাকে লাঞ্ছিত করে বের করে দেয়। পরে পরিবারের লোকজনের সাথে আলাপ করে আইনের আশ্রয় নেয়।

ওই সময় ইয়াছিন আরো জানান, আমি ডাঃ সোহেল আহমেদকে বলেছি আপনার স্ত্রী রিপোর্ট দিলো একটি সন্তানের কিন্তু আমার স্ত্রী গর্ভে দু’টি সন্তান আসলো কিভাবে। উত্তরে ডাঃ সোহেল আহমেদ বলেন, আপনি আরেকটি সন্তান কোথা থেকে টুকিয়ে এনেছেন।

এই বিষয়ে আল-মানার হাসপাতালের ওই দিনের কর্তব্যরত চিকিসক ডাঃ বায়েজিদ এর সাথে কথা বললে তিনি জানান, ফারজানার গর্ভে পূর্বেই একটি সন্তান মৃত ছিলো। কন্যা সন্তান প্রথমে জন্ম হয়, সেও অসুস্থ্য ছিলো। একটি সন্তান মৃত্য প্রসব করায় হাসপাতাল থেকে নিয়মানুযায়ী সে সন্তাটির মৃত্যুর সনদ প্রদান করি।

এই বিষয়ে বক্তব্যের জন্য ডাঃ নাসরিন পারভীনের চেম্বারে গিয়ে তাকে না পেয়ে তার স্বামী অভিযুক্ত চিকিৎসক সোহেল আহমেদ ঘটনার ব্যাখ্যা দেন। তিনি বলেন, আমার স্ত্রী আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে একটি সন্তান রয়েছে বলেই রিপোর্ট দেয়। অনেক সময় গর্ভের সন্তান রিপোর্ট দেখে দু’টি সন্তান নির্নয় করা সম্ভব হয় না। কারণ গর্ভে থাকা শিশুর অবস্থানের পরিবর্তন হয়। এই বিষয়ে আমার কাছে ইয়াছিন পাটওয়ারী নামক ফারজানার স্বামী আসলে তাকে বুঝাতে চেষ্টা করলেও তিনি উত্তেজিত হন। আমি তখন তাকে বুঝাতে ব্যর্থ হয়ে লোকজন ডেকে বের করে দেই। পরে তিনি চেম্বার থেকে গিয়ে পুলিশ নিয়ে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য চেম্বারে আসেন। পুলিশ আমাকে জিজ্ঞাসা করলে বিষয়টি খুলে বলি।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • চাঁদপুর সদর এর আরও খবর
error: Content is protected !!