হাজীগঞ্জে কর্মকর্তাদের সাথে উপ-সচিব মুহাম্মদ আসাদুল হক’র মতবিনিময়

  • আপডেট: ০৯:১৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
  • ১২৬

ছবি-নতুনেরকথা।

হাজীগঞ্জে উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময়, উপজেলা ও বাকিলা ইউনিয়ন ভূমি অফিস ও গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন, মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অধিকার অধিশাখার উপ-সচিব মুহাম্মদ আসাদুল হক।

বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১১ টার দিকে তিনি উপজেলা পর্যায়ে সরকারি দপ্তরের সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি সরকারি কর্মকর্তাদের দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন এবং জনসাধারণের তথ্য অধিকার নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন। এর আগে উপ-সচিব মুহাম্মদ আসাদুল হক উপজেলায় আসলে তাঁেক ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল।

এর পর তিনি হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে গেলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান, ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ কাজী নুরুর রহমান বেলালসহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

দুপর দেড়টায় উপজেলা ভূমি অফিস পরিদর্শন করতে আসলে তাঁকে স্বাগত জানান, সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান। এ সময় তিনি সহকারী কমিশনার কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে কথা বলেন এবং জনসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।

এরপর বাকিলা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন উপ-সচিব মুহাম্মদ আসাদুল হক। এসময় তাঁকে স্বাগত জানান, ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. মিজানুর রহমান। এ সময় উপজেলা সহকারী কমিশনার কার্যালয়ের কানুনগো মিলাদ হোসেন মিয়া, সার্ভেয়ার মো. আবুল কালাম, কম্পিউটার অপারেটন মো. নূর হোসেন, নাজির কাম ক্যাশিয়ার মো. সোহাগ হোসেন, সার্টিফিকেট পেশকার মো. গোলাম চিশতিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

হাজীগঞ্জের এনায়েতপুরে সহিংসতার ঘটনায় আরো ১জন আটক

হাজীগঞ্জে কর্মকর্তাদের সাথে উপ-সচিব মুহাম্মদ আসাদুল হক’র মতবিনিময়

আপডেট: ০৯:১৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪

হাজীগঞ্জে উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময়, উপজেলা ও বাকিলা ইউনিয়ন ভূমি অফিস ও গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন, মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অধিকার অধিশাখার উপ-সচিব মুহাম্মদ আসাদুল হক।

বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১১ টার দিকে তিনি উপজেলা পর্যায়ে সরকারি দপ্তরের সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি সরকারি কর্মকর্তাদের দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন এবং জনসাধারণের তথ্য অধিকার নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন। এর আগে উপ-সচিব মুহাম্মদ আসাদুল হক উপজেলায় আসলে তাঁেক ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল।

এর পর তিনি হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে গেলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান, ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ কাজী নুরুর রহমান বেলালসহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

দুপর দেড়টায় উপজেলা ভূমি অফিস পরিদর্শন করতে আসলে তাঁকে স্বাগত জানান, সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান। এ সময় তিনি সহকারী কমিশনার কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে কথা বলেন এবং জনসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।

এরপর বাকিলা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন উপ-সচিব মুহাম্মদ আসাদুল হক। এসময় তাঁকে স্বাগত জানান, ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. মিজানুর রহমান। এ সময় উপজেলা সহকারী কমিশনার কার্যালয়ের কানুনগো মিলাদ হোসেন মিয়া, সার্ভেয়ার মো. আবুল কালাম, কম্পিউটার অপারেটন মো. নূর হোসেন, নাজির কাম ক্যাশিয়ার মো. সোহাগ হোসেন, সার্টিফিকেট পেশকার মো. গোলাম চিশতিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।