চাঁদপুর নৌ-সীমানার মেঘনার পশ্চিমপাড়ের রাজরাজেশ্বরের ইউপিতে অগ্নিকাণ্ডে ৬টি গরু অগ্নিদগ্ধ হয়েছে ও ৩টি গরু অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। এতে কৃষকের প্রায় ৬ লাখ টাকার ক্ষতিসাধিত হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে কৃষকের গোয়াল ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় তিনটি গরু অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেছে ও ৬টি গরু অগ্নি দগ্ধ হয়। আগুন লাগার ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (০৯ জুলাই) দিনগত রাতে রাজরাজেশ্বর ইউনিয়নের ০৬ নাম্বার ওয়ার্ডের মুগাদী গ্রামের মাঝি কান্দির শরবত আলী প্রধানিয়ার গোয়াল ঘরে।
জানা গেছে, কৃষক শরবত আলী মধ্যরাতে গোয়াল ঘরের আগুন দেখতে পায়। তার বিকট চিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নেবাবার আগেই ৩টি গরু এবং গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
ক্ষতিগ্রস্ত শরবত আলী প্রধানিয়ার স্ত্রী মনোয়ারা বেগম বলেন, মঙ্গলবার রাতে আমাদের গোয়াল ঘরে হঠাৎ আগুন লাগতে দেখি। এতে আমাদের অনেকগুলো গরু মরে যায়। এছাড়াও অনেকগুলি মুরগি আগুনে পুড়ে যায়। আমরা ক্ষতিগ্রস্ত হইছি। সরকার যদি আমাদের দিকে তাকায় তাহলে কিছুটা উপকার পাইবো। ভাবছিলাম এই গরুগুলো বিক্রি করে দুইটা মেযের বিয়ে দেব। গরু গুলো মারা যাওয়ার কারণে মেয়েদের বিয়ে দিতে অনেক কষ্ট হবে।
খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: হযরত আলী বেপারী। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দিয়েছেন। নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। এছাড়াও ঘটনার সাথে যদি কেহ জড়িতের খবর পাই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি বলেন।
ঘটনাস্থল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য সফিউল্লাহ কুড়ালী, রাজরাজেশ্বর ম্র্রাাসার অধ্যক্ষ মাওলানা হাসানসহ এলাকার অনেকেই ।