শরীফুল ইসলাম:
পদ্মা সেতু নির্মাণে মাথা লাগবে বলে যে ধরনের গুজব ছড়ানো হচ্ছে তা প্রতিরোধে ও জনগণকে সচেতন করতে চাঁদপুরে আনসার ও ভিডিপি সদস্য মাঠপর্যায়ে কাজ শুরু করেছে। সোমবার চাঁদপুরের ৮ উপজেলায় দিনব্যাপি গুজব প্রতিরোধে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালি ও সমাবেশে আনসার নেতৃবৃন্দরা বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ নির্দেশনা মোতাবেক চাঁদপুরের প্রত্যেকটি উপজেলায় গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছি। পদ্মা সেতু নিয়ে যে ধরনের গুজব ছড়ানো হচ্ছে তা প্রতিরোধ করতে প্রতিটি গ্রামে আনসার সদস্যরা কাজ করছে। এই কুসংস্কার দূরীকরণে আমরা সর্বদা মাঠে রয়েছি। গুজবে কান না দেওয়ার জন্য গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে আনসার লিডাররা সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন. জেলা আনসার ও ভিডিপির কমান্ডার শুভ্র চৌধুরী, সহকারী কামন্ডার শাহ নেওয়াজ হোসেন, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মজিবুর রহমান, হাজীগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা ইমন দাস গুপ্ত, মতলব দক্ষিণ উপজেলার আনসার ও ভিডিপির কর্মকর্তা সাকিউল মাওলা, মতলব উত্তর উপজেলার আনসার ও ভিডিপির কর্মকর্তা আব্দুস সাত্তার, শাহরাস্তি উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা মো. হানিফ, কচুয়া উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা নুরুল ইসলামসহ আনসার ও ভিডিপির প্রশিক্ষক এবং সচেতন নাগরিকবৃন্দ।