মনিরুল ইসলাম মনির:
চাঁদপুরে মতলব উত্তরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১০টি ড্রেজার, একটি বাল্কহেড, দুটি স্পিডবোট এবং বালু বিক্রির সাড়ে ১৫ লাখ ৪১ হাজার টাকা জব্দ করা হয়েছে। এসময় ৪৩ জনকে আটক করা হয়েছে।
মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তলোনের দায়ে ৪৩ জনকে আটক করা হয়েছে।
শনিবার (৬ জুলাই) বিকেল তিনটায় মেঘনা নদীর নাসিরাকান্দি এলাকায় নৌ পুলিশ, কোস্ট গার্ড ও উপজেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
নৌ পুলিশ মোহনপুর ফাঁড়ির ইনচার্জ মো. কামরুজ্জামান জানান, ড্রেজার, বাল্কহেড এবং স্পিডবোটসহ যে ৪৩ জনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এই অভিযানে অংশ নেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার ভূমি হিল্লোল চাকমা, কোস্টগার্ডের পেটি অফিসার শফিকুল ইসলাম।
অভিযোগ রয়েছে, গত কয়েক মাস ধরে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মতলব উত্তরের কলাকান্দা ও মোহনপুর এলাকার প্রভাবশালী একটি মহল মেঘনার বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন করে বিক্রি করছে।