অনলাইন ডেস্ক:
চাঁদপুর পৌরসভার মেয়র ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ১৫ দিনের সরকারি সফরে ইটালি, জার্মানী ও ফ্রান্স যাচ্ছেন। ২৬ জুলাই দিবাগত রাত ১টা ৪০ মিনিটের সময় আমিরাত এয়ারলাইন্স যোগে তিনি এই সফরের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন।
২৭ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত তিনিসহ ১৬ সদস্যের এই টিম উক্ত তিনটি দেশে অবস্থান করবে। ১৬ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে মেয়র হচ্ছেন দুইজন। একজন হচ্ছেন চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, আর অপরজন হচ্ছেন মাদারীপুর পৌরসভার মেয়র মোঃ খালিদ হোসেন। অপর ১৪ জন হচ্ছেন সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ইইউ সাপোর্ট টু হেলথ এন্ড নিউট্রিশন টু দি পুওর ইন আরবান বাংলাদেশ শীর্ষক প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে গঠিত ১৬ সদস্যের পিপিপি টিম এই সফরে যাচ্ছে।
মেয়র নাছির উদ্দিন আহমেদ শারীরিক সুস্থতার সাথে ভালোভাবে এই সফর শেষ করে যেনো বাংলাদেশে ফিরে আসতে পারেন সেজন্যে চাঁদপুরবাসীর কাছে দোয়া চেয়েছেন।