চাঁদপুর সদর উপজেলার বাগড়া বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় এবং মূল্য তালিকা না থাকায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বাজার তদারিক অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুরের জেলা প্রশাসক এর নির্দেশনা অনুযায়ী আজ সদরের বাগড়া বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় খান ফার্মেসিকে ৩হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় ইমন স্টোরকে ১ হাজার টাকা এবং জননী মেডিকেল হলকে ১০ হাজার টাকাসহ তিনটি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন চাঁদপুর জেলা পুলিশের একটি চৌকস দল। ভোক্তার অধিকার রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।