চাঁদপুর প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার : চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তন থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন, সিনিয়র সহ-সভাপতি রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সহ-সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও মোঃ রোকনুজ্জামান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক একে আজাদ, আব্দুল ওয়াদুদ বেপারী ও মিজান লিটন উপস্থিত থেকে শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন।