ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়াঃ
কচুয়ার পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত ও কচুয়া থানার পুকুরে বাংলাদেশ এলজিইডির ডিপার্টমেন্টের অধীনে জন গুরুত্বপূর্ণ উন্নয়নের প্রজেক্টের প্রায় ১০ কোটি টাকার বরাদ্দকৃত দৃষ্টিনন্দিনী স্বপ্নের প্রজেক্ট মুক্তি সরোবর পার্কের নির্মিত কাজের দৃশ্য পরিদর্শন করেছেন,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কচুয়ার উন্নয়নের রূপকার ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। গতকাল রবিবার দুপুরে পরিদর্শন করেন।
এসময় একুশে পদকপ্রাপ্ত ও বিশিষ্ট শিক্ষাবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. মুনতাসীর মামুন,সাবেক যুগ্মসচিব রফিকুল ইসলাম, কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইবনে আল জায়েদ হোসেন, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যার সুলতানা খানম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন কবির, কাজের দায়িত্বশীল ঠিকাদার ও কচুয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ ফয়েজ আহমেদ স্বপন, মেহেদী হাসান, কচুয়া উপজেলা আওয়ামী কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন প্রধানসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরে উপস্থিত ছিলেন।
কচুয়াঃ কচুয়ায় পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত মুক্তির সরোবর পার্কের কাজের দৃশ্য পরিদর্শন করেছেন,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কচুয়ার উন্নয়নের রূপকার ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, একুশে পদকপ্রাপ্ত ও বিশিষ্ট শিক্ষাবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. মুনতাসীর মামুন।