কচুয়া প্রতিনিধি
কচুয়াউপজেলায় ৯ নং কড়ইয়া ইউনিয়নে ৩ নং ওয়ার্ডে ভোট গ্রহন চলছে। আজ বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলবে।এই ওয়ার্ডে পুরুষ – মহিলা মিলে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৯ শত ৫০ জন। এই ওয়ার্ডে ইউপি সদস্য হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করচেন ৫ জন। এই প্রথম বারের মতো এই ইউনিয়নে ইবিএমের ভোট গ্রহন। প্রশাসনের কঠোর নিরাপত্তা মধ্যে দিয়ে ভোট গ্রহন চলতেছে। প্রতিক প্রার্থীরা হলেন মোঃ সিরাজুল ইসলাম সিকদার, প্রতিক ফুটবল,মোঃ সেলিম প্রধান, প্রতিক টিউবওয়েল, মোঃ জয়নাল সিকদার প্রতিক তালা, মোঃ ইব্রাহিম মিয়া প্রতিক মুরগ মোঃ জসিম সিকদার প্রতিক আপেল।