লোকনাথ সরকার কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল উচ্চ বিদ্যালয়ের ৪তলা নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথি হিসেবে এ ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেন।
বিদ্যালয়ের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইমাম হোসেন সোহাগের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। এসময় তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাখাত সহ সকল বিভাগে উন্নয়ন করে যাচ্ছে। বর্তমানে কিছু নামধারী ব্যক্তি আওয়ামী লীগ সরকারের উন্নয়নকে বিনষ্ট করার লক্ষে ষড়যন্ত্র করছে। তাদের এ স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদ উল্যাহ পাটওয়ারীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির,ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন সহ আরো অনেকে। এসময় সাবেক ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভুঁইয়া,সালমা সহিদ,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন কবির মিয়াজী,আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শাহআলম ইকবাল,ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন,নুরে-ই আলম রিহাত সহ বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও দলীয় নেতাকর্মীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন