তৃণমূলের কর্মীরা কখনো সুবিধা চায়না, তারা চায় সামগ্রিক উন্নয়ন: রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

  • আপডেট: ০৯:৫২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
  • ২৫

স্টাফ রিপোর্টার॥
হাজীগঞ্জে উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ-সহযোগি সংগঠনের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে হাজীগঞ্জ বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি কাউকে জনগণের সম্পদ লুটপাট করতে দেবোনা। যারা জনগণের সম্পদ লুটপাট করার সুযোগ পায়না তারাই উল্টা-পাল্টা কথা বলছেন।

তিনি বলেন, আমি কাউকে দূরে সরায়নি, সুবিধা নিতে না পেরে এমনিতেই কেউ কেউ দূরে সরে গেছে। তবে দুর্নীতিকে প্রশ্রয় দিই না, তৃণমূলের কর্মীরা কখনো সুবিধা চায়না, তারা চায় সামগ্রিক উন্নয়ন, সুবিধা চায় সুযোগ সন্ধানী নেতাকর্মীরা।

মেজর রফিক বলেন, আমি রাজনীতি করি জনগণের জন্য। আমার আত্মীয়-স্বজন বলতে আপনারা। আপনাদের নিয়ে আগামী দিনে চলতে চাই।

মেজর রফিক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছে শুধু নতুন প্রজন্মের জন্য। শেখ হাসিনার নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র মুক্ত উন্নত বাংলাদেশ।

হাজীগঞ্জ-শাহরাস্তির উন্নয়ণের বিষয়ে তিনি বলেন, হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলায় ব্যাপক হারে উন্নয়ন হয়েছে। যা অতিতের কোন সরকার করতে পারেনি। তারা যদি কিছু কাজও করতো, তাহলে আমাদের উপর এতো চাপ-সৃষ্টি হতো না।

তিনি বলেন, আমি যখন ১৯৯৬ সালে প্রথম সংসদ সদস্য হয়েছে হয়েছি, তখন হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলায় মাত্র ১০ কিলোমিটার পাকা সড়ক পেয়েছি। এখন এ দু’উপজেলায় সাড়ে ৭’শ কিলো মিটার পাকা সড়ক রয়েছে। ডাকাতিয়া নদীর উপর ৮টি সেতু, দুই উপজেলায় ৭ শতাধিক ব্রীজ-কালর্ভাট ও সাড়ে ৮ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ করেছি।

তিনি আরো বলেন, আমার নির্বাচনী এলাকায় শতভাগ বিদ্যুতায়নের কাজ সম্পন্ন হয়েছে। এ ছাড়াও অসম্পূর্ণ কাজগুলো দ্রুতই সম্পন্ন করা হবে। আমরা উন্নয়নের পাশা-পাশি শান্তি-শৃঙ্খলাও নিশ্চিত করেছি। দুই উপজেলায় কারো প্রতি রাজনৈতিক প্রতিহিংসায় হয়রানি করা হয়নি।

জেলা আওয়ামী লীগের কোষাধ্য রোটা. আহসান হাবীব অরুনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি আব্দুর রউফ।

বক্তব্য রাখেন, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ. স. ম মাহবুব-উল আলম লিপন, শাহরাস্তি পৌরসভার মেয়র আলহাজ¦ আবদুল লতিফ, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্য মো. মাসুদ আহাম্মদ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী, মানিক হোসেন প্রধানীয়া, ইউসুফ প্রধানীয়া সুমন, মজিবুর রহমান মজিব, মোস্তফা কামাল মজুমদার, কাজী নুরুর রহমান বেলাল, গিয়াস উদ্দিন বাচ্চু, খোরশেদ আলম বকাউল, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন প্রমুখ।

বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বনিক, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মুন্সী, গন্ধর্ব্যপুর দণি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রানা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাহিদুর রহমান জাহিদ।

উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সত্যব্রত ভদ্র মিঠুন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুন্সি মো. মনির, ৫নং ওয়ার্ড কাউন্সিলর সুমন তপদার, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রাজন চন্দ্র সাহা, পৌর ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সোহেল আলম বেপারী, ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান সুজন, চঞ্চল, আলী হায়দার, শরীফুল ইসলাম প্রমুখ।

এ ছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতা-কর্মী ও সমর্থক।

Tag :
সর্বাধিক পঠিত

খানকায়ে চিশতিয়া রহমানিয়া দরবার শরীফেরে উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত

তৃণমূলের কর্মীরা কখনো সুবিধা চায়না, তারা চায় সামগ্রিক উন্নয়ন: রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

আপডেট: ০৯:৫২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২

স্টাফ রিপোর্টার॥
হাজীগঞ্জে উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ-সহযোগি সংগঠনের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে হাজীগঞ্জ বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি কাউকে জনগণের সম্পদ লুটপাট করতে দেবোনা। যারা জনগণের সম্পদ লুটপাট করার সুযোগ পায়না তারাই উল্টা-পাল্টা কথা বলছেন।

তিনি বলেন, আমি কাউকে দূরে সরায়নি, সুবিধা নিতে না পেরে এমনিতেই কেউ কেউ দূরে সরে গেছে। তবে দুর্নীতিকে প্রশ্রয় দিই না, তৃণমূলের কর্মীরা কখনো সুবিধা চায়না, তারা চায় সামগ্রিক উন্নয়ন, সুবিধা চায় সুযোগ সন্ধানী নেতাকর্মীরা।

মেজর রফিক বলেন, আমি রাজনীতি করি জনগণের জন্য। আমার আত্মীয়-স্বজন বলতে আপনারা। আপনাদের নিয়ে আগামী দিনে চলতে চাই।

মেজর রফিক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছে শুধু নতুন প্রজন্মের জন্য। শেখ হাসিনার নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র মুক্ত উন্নত বাংলাদেশ।

হাজীগঞ্জ-শাহরাস্তির উন্নয়ণের বিষয়ে তিনি বলেন, হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলায় ব্যাপক হারে উন্নয়ন হয়েছে। যা অতিতের কোন সরকার করতে পারেনি। তারা যদি কিছু কাজও করতো, তাহলে আমাদের উপর এতো চাপ-সৃষ্টি হতো না।

তিনি বলেন, আমি যখন ১৯৯৬ সালে প্রথম সংসদ সদস্য হয়েছে হয়েছি, তখন হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলায় মাত্র ১০ কিলোমিটার পাকা সড়ক পেয়েছি। এখন এ দু’উপজেলায় সাড়ে ৭’শ কিলো মিটার পাকা সড়ক রয়েছে। ডাকাতিয়া নদীর উপর ৮টি সেতু, দুই উপজেলায় ৭ শতাধিক ব্রীজ-কালর্ভাট ও সাড়ে ৮ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ করেছি।

তিনি আরো বলেন, আমার নির্বাচনী এলাকায় শতভাগ বিদ্যুতায়নের কাজ সম্পন্ন হয়েছে। এ ছাড়াও অসম্পূর্ণ কাজগুলো দ্রুতই সম্পন্ন করা হবে। আমরা উন্নয়নের পাশা-পাশি শান্তি-শৃঙ্খলাও নিশ্চিত করেছি। দুই উপজেলায় কারো প্রতি রাজনৈতিক প্রতিহিংসায় হয়রানি করা হয়নি।

জেলা আওয়ামী লীগের কোষাধ্য রোটা. আহসান হাবীব অরুনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি আব্দুর রউফ।

বক্তব্য রাখেন, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ. স. ম মাহবুব-উল আলম লিপন, শাহরাস্তি পৌরসভার মেয়র আলহাজ¦ আবদুল লতিফ, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্য মো. মাসুদ আহাম্মদ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী, মানিক হোসেন প্রধানীয়া, ইউসুফ প্রধানীয়া সুমন, মজিবুর রহমান মজিব, মোস্তফা কামাল মজুমদার, কাজী নুরুর রহমান বেলাল, গিয়াস উদ্দিন বাচ্চু, খোরশেদ আলম বকাউল, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন প্রমুখ।

বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বনিক, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মুন্সী, গন্ধর্ব্যপুর দণি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রানা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাহিদুর রহমান জাহিদ।

উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সত্যব্রত ভদ্র মিঠুন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুন্সি মো. মনির, ৫নং ওয়ার্ড কাউন্সিলর সুমন তপদার, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রাজন চন্দ্র সাহা, পৌর ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সোহেল আলম বেপারী, ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান সুজন, চঞ্চল, আলী হায়দার, শরীফুল ইসলাম প্রমুখ।

এ ছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতা-কর্মী ও সমর্থক।