হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সদস্য, উপজেলা পরিষদ ও পৌরসভার সাবেক দুই দুই বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক শিক্ষক মরহুম অধ্যাপক আবদুর রশিদ মজুমদারের সম্মানে হাজীগঞ্জ বাজারের সকল দোকান-পাট এক ঘন্টা বন্ধ রাখা হয়।
মরহুমের প্রতি সম্মান ও শ্রদ্ধা নিবেদন করে এবং হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সিদ্ধান্ত মতে মঙ্গলবার বিকাল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত টানা একঘন্টা স্বত:স্ফূর্তভাবে নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান (দোকান-পাট) বন্ধ রাখেন ব্যবসায়ীরা।
এদিকে ব্যবসায়ী সমিতির সিদ্ধান্তমতে স্বত:স্ফূর্তভাবে দোকান-পাট বন্ধ রাখায়, বাজারের সকল পর্যায়ের ব্যবসায়ীদের কৃতজ্ঞতা চিত্তে ধন্যবাদ জানান, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ আসফাকুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন।
উল্লেখ্য, সোমবার দিবাগত রাত ১২ টা ৪৫ মিনিটে অধ্যাপক আবদুর রশিদ মজুমদার অসুস্থতাজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মঙ্গলবার বিকালে দুই দফা জানাযা ও দলমত নির্বিশেষে হাজারো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।