বিশেষ প্রতিনিধি:
হাজীগঞ্জে গত তিন দিনে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে। এর মধ্যে গত শনিবার বাকিলা ও হাটিলা পশ্চিম ইউনিয়নে দুই শিশু, শুক্রবার হাজীগঞ্জ সদর ইউনিয়ন ও বৃহস্পতিবার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে নিজ নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার সকালে উপজেলার বাকিলা ইউনিয়নের লোধপাড়া গ্রামের মফিজুল ইসলামের আড়াই বছর বয়সি ছেলে মো. মুজাহিদ নিজ বাড়ির পুকুর ও একই দিন বিকালে হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ গ্রামের কামাল হোসেনের তিন বছর বয়সি মেয়ে হাফসা আক্তার নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা যায়।
শুক্রবার সকালে হাজীগঞ্জর সদর ইউনিয়নের সুবিদপুর গ্রামের মো. সোহাগের ছেলে দেড় বছর বয়সি শিশু মো. রবিউল আউয়াল নিজ বাড়ির পুকুর ও বৃহস্পতিবার সকালে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা গ্রামের মিজি বাড়ির পূর্ব পাশের পুকুরের ডুবে রিয়াদ মিজির মেয়ে মাহমুদা আক্তার রাইসা মারা যায়।
এর আগে গত পহেলা মে (রোববার) সকালে বাকিলা ইউনিয়নের রাধাসার গ্রামের আবুল খায়েরের ছেলে তিন বছর বয়সি শিশু নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা যায়।
নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত সকল শিশুই খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে এসব শিশুদের মৃত ঘোষণা করেন।
এ দিকে চলতি বছর বর্ষা (আষাঢ় ও শ্রাবণ মাস) আসার পূর্বেই আশংকাজনকহারে বাড়ছে পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা। তাই পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুরোধে পারিবারিক সচেতনতার তিনি গুরুত্বারোপ করেন সচেতনমহল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষ।