নিজস্ব প্রতিনিধিঃ
কচুয়ায় উপজেলা পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার গুলবাহার আশেক আলী স্কুল এন্ড কলেজ মাঠে বর্ণাঢ্য এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোতাছেম বিল্যাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলাটি উদ্বোধন করেন, কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান,গুলবাহার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সন্তোষ চন্দ্র সেন, সহদেবপুর ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন,কাদলা ইউপি চেয়ারম্যান নুরে-ই-আলম রিহাত,সদর ইউপি চেয়ারম্যান মোঃ আরিফুজ্জামান আরিফ, উপজেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তার খানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য ও খেলোয়াড় বৃন্দ উপস্থিত ছিলেন।