উখিয়ায় ট্রাক উল্টে ঝুপড়ি ঘরে, রোহিঙ্গা মা-ছেলে নিহত

  • আপডেট: ০৩:৫৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুলাই ২০১৯
  • ৯১
কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ২নং ক্যাম্পে ইটভর্তি ট্রাক উল্টে রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘরের উপর পড়ে রোহিঙ্গা মা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক কিশোরী গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে ক্যাম্পের ডি-ফাইভ ব্লকে এনজিও ফোরামের এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালকসহ ট্রাকটি আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন- কুতুপালং ক্যাম্পের ডি-ফাইভ ব্লকের মো. আনোয়ারের স্ত্রী সাজেদা বেগম (৩২) এবং তার ২ বছরের শিশু সন্তান মো. কায়সার।

আটক ট্রাকচালক মো. রাশেল (৩১) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আব্দুল মালেকের ছেলে।

কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প কমিটির সেক্রেটারি মোহাম্মদ নুর জানান, সড়কে কাজ করতে এনজিও ফোরাম ট্রাকভর্তি ইট আনে। দ্রুতগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ঝুপড়ির ওপরে উল্টে যায়। এ সময় ঝুপড়ির ভেতরে থাকা সাজেদা ও তার শিশু সন্তান কায়সার চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

উখিয়া থানা পুলিশের ওসি মো. আবুল মনসুর জানান, পুলিশ জনতার সহযোগিতায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে। এ ঘটনায় ব্যবস্থা নেয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সমন্বয়ক আর জামায়াতের কারণে ইউনুছ সরকার ব্যর্থ হবে-ইঞ্জি. মমিনুল হক

উখিয়ায় ট্রাক উল্টে ঝুপড়ি ঘরে, রোহিঙ্গা মা-ছেলে নিহত

আপডেট: ০৩:৫৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুলাই ২০১৯
কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ২নং ক্যাম্পে ইটভর্তি ট্রাক উল্টে রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘরের উপর পড়ে রোহিঙ্গা মা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক কিশোরী গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে ক্যাম্পের ডি-ফাইভ ব্লকে এনজিও ফোরামের এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালকসহ ট্রাকটি আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন- কুতুপালং ক্যাম্পের ডি-ফাইভ ব্লকের মো. আনোয়ারের স্ত্রী সাজেদা বেগম (৩২) এবং তার ২ বছরের শিশু সন্তান মো. কায়সার।

আটক ট্রাকচালক মো. রাশেল (৩১) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আব্দুল মালেকের ছেলে।

কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প কমিটির সেক্রেটারি মোহাম্মদ নুর জানান, সড়কে কাজ করতে এনজিও ফোরাম ট্রাকভর্তি ইট আনে। দ্রুতগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ঝুপড়ির ওপরে উল্টে যায়। এ সময় ঝুপড়ির ভেতরে থাকা সাজেদা ও তার শিশু সন্তান কায়সার চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

উখিয়া থানা পুলিশের ওসি মো. আবুল মনসুর জানান, পুলিশ জনতার সহযোগিতায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে। এ ঘটনায় ব্যবস্থা নেয়া হবে।