ইসমাইল হোসেন বিপ্লব,কচুয়া ॥
স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উদযাপন মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ উপলক্ষে
কচুয়া উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
মঙ্গলবার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে কচুয়া পৌরসভার কড়ইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮ ও ৯ নং ওয়ার্ডের যৌথ আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
৯ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল খায়ের রুমির সভাপতিত্বে ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ আলম।
বক্তব্য রাখেন,কড়ইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মিজানুর রহমান,পরিচালনা পর্ষদের সভাপতি সাজেদা আক্তার,যুবলীগ নেতা সেন্টু মজুমদার,স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরে আলম প্রমূখ।
একই দিনে কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫নং ওয়ার্ডের আয়োজনে স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উদযাপন মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ইউপি সদস্য মিন্টু মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আলী আকবর সেঠ, কৃষক লীগের সভাপতি মো.আবু তাহের,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সামছুল আলম,সাধারন সম্পাদক কবির হোসেন পাটওয়ারী,যুবলীগ নেতা ফারভেজ ভূইঁয়া,মাসুদ মিয়া,ইমাম হোসেন,দেলোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম প্রমুখ।