কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরেরর কচুয়ার ঐতিহ্যবাহী শাজুলিয়া দরবার শরীফের দু’দিন ব্যাপী বার্ষিক মাহফিল শনিবার বাদ ফজর অসংখ্য মুসল্লির উপস্থিতিতে আখেরী মুনাজাতের মাধ্যমে সমাপ্ত করা হয়েছে।
মাহফিলে সভাপতিত্ব ও আখেরি মুনাজাত পরিচালনা করেন- দরবার শরীফের সদরে মোন্তাজেম আবুল হাসান শাহ মুহাম্মাদ রুহুল্লাহ শাজুলি।
নায়েবে মোন্তাজেম পীরজাদা শাহ মুহাম্মাদ নূরুল্লাহ শাজুলির পরিচালনায় ও পীরজাদা শাহ মুহাম্মাদ আতাউল্লাহ শাজুলির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মাহফিলে গৃহীত কর্মসূচির মধ্যে খতমে কুরআন, শাজুলিয়া শিল্পীগোষ্ঠীর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা, মরহুম হযরত ফায়েজ উল্লাহ শাজুলি (র.) এর জীবন-কর্ম শীর্ষক আলোচনা, কোরআন হিফজ সম্পন্নকারী ছাত্রদের পাগড়ি প্রদান, তা’লিমে জিকর এবং দেশ ও বিদেশের বরেণ্য পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামগন ওয়াজ-নসিহত করেন।
শনিবার বাদ ফজর পীর সাহেব হুজুর মহামারি করোনা ভাইরাস থেকে রক্ষা ও যাবতীয় বিপদাপদ থেকে মুক্তি ও দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন। পরে তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিলের কার্যক্রম সম্পন্ন করা হয়।