এ দেশের স্বাধীনতা সংগ্রামসহ সকল অর্জন সফল হয়েছে আওয়ামীলীগের মাধ্যমে: ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

  • আপডেট: ০৪:৩৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯
  • ৮৬

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া ॥
চাঁদপুরের কচুয়ায় বর্ন্যাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগের গৌরব ও সাফল্য ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সাচার ডিগ্রি কলেজ মিলনায়তনে ১, ২ ও ৩নং ইউনিয়ন আওয়ামীলীগের যৌথ উদ্যোগে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

সাচার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিন্নত আলী তালুকদার মিনু’র সভাপতিত্বে ও কলেজের অধ্যাপক মো. আবু ইউসুফ পবন ও উপজেলা যুবলীলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম কবীরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আওয়ালীগ হলো এদেশের মানুষের প্রিয় সংগঠন। এদলের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনসহ সকল আন্দোলন সফল হয়েছে।তাই দল ও দলের নেতাকর্মীদের প্রতি বিশ্বাস রেখে সবাইকে এগিয়ে যেতে হবে।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইযুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক- সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভূঁঞা ও সাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বটু কৃষ্ণ বসু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহিম খলিল বাদল, সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন সবুজ, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র প্রমুখ। এসময় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই দিনে তিনি উপজেলার দেবীপুর গ্রামে ৭০ জন পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন। এসময় উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহিম খলিল বাদল,উপজেলা যুবলীগের সদস্য গাজী মো. মনির হোসেনসহ এলকার বিভিন্ন শ্রের্ণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

এ দেশের স্বাধীনতা সংগ্রামসহ সকল অর্জন সফল হয়েছে আওয়ামীলীগের মাধ্যমে: ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

আপডেট: ০৪:৩৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া ॥
চাঁদপুরের কচুয়ায় বর্ন্যাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগের গৌরব ও সাফল্য ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সাচার ডিগ্রি কলেজ মিলনায়তনে ১, ২ ও ৩নং ইউনিয়ন আওয়ামীলীগের যৌথ উদ্যোগে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

সাচার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিন্নত আলী তালুকদার মিনু’র সভাপতিত্বে ও কলেজের অধ্যাপক মো. আবু ইউসুফ পবন ও উপজেলা যুবলীলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম কবীরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আওয়ালীগ হলো এদেশের মানুষের প্রিয় সংগঠন। এদলের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনসহ সকল আন্দোলন সফল হয়েছে।তাই দল ও দলের নেতাকর্মীদের প্রতি বিশ্বাস রেখে সবাইকে এগিয়ে যেতে হবে।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইযুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক- সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভূঁঞা ও সাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বটু কৃষ্ণ বসু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহিম খলিল বাদল, সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন সবুজ, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র প্রমুখ। এসময় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই দিনে তিনি উপজেলার দেবীপুর গ্রামে ৭০ জন পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন। এসময় উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহিম খলিল বাদল,উপজেলা যুবলীগের সদস্য গাজী মো. মনির হোসেনসহ এলকার বিভিন্ন শ্রের্ণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।