• ঢাকা
  • শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২২
সর্বশেষ আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০২২

লেখক ফোরামের রস সন্ধ্যা

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
ছবি-নতুনেরকথা।

ফরিদগঞ্জ প্রতিনিধি : কবিরাও গাইতে জানে। তাইতো রস সন্ধ্যায় গানে গানে মাতিয়ে রাখলো পুরো অনুষ্ঠান। ফানুস উড়িয়ে শেষ করলেও হঠাৎ বৃষ্টি খিচুড়ি অনুসঙ্গও যোগ হলো।

চাঁদপুরের ফরিদগঞ্জে লেখক ফোরামের সদস্যরা উদযাপন করলো রস সন্ধ্যা। ৪ ফেব্রুয়ারি শুক্রবার উপজেলার ধানুয়ায় সন্ধ্যার অনুষ্ঠানকে কিছুটা ম্লান করে দিয়েছে হঠাৎ বৃষ্টি। সেটা পুষিয়ে দিলো সৌরব, রাবেয়া, তানিয়া, মারিয়া ও মোস্তাফিজরা। গানে গানে মাতিয়ে রাখলো পুরো অনুষ্ঠানকে। এ অবস্থা দেখে আয়োজক বর্তমান কমিটির সহ-সভাপতি আশরাফুর রহমান শাওন নিজেকে আর ধরে রাখতে পারলেন না। তাৎক্ষনিক তিনি চাাঁদপুর সদরে লোক পাঠিয়ে খিচুড়ির আয়োজন করেলেন। গানের মাঝখানে খিচুড়ি বাড়তিমাত্রা যোগ করেছে। একদিকে গানের আড্ডা অন্যদিকে চলছে রসের পায়েস রান্না।

খেজুরের রসের ঐতিহ্য হাজার বছরের। সেই গাছ, সেই রস এখন আর আগের মত নেই। প্রায় হারিয়ে যাওয়ার পথে খেজুর গাছ। কলস থেকে হাড়িতে নেমে আসে রসের বিকিকিনি। এ বছর থেকে তা কেজি ধরে বিক্রি হচ্ছে। তাও সময়মতো পাওয়া যায় না। দুই-তিন দিন আগে ক্রয়াদেশ দিয়ে রাখা লাগে। পুরো অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেছেন সাধারণ সম্পাদক কাউছার হোসাইন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অমৃত ফরহাদ, দন্তন্য ইসলাম, প্রেসক্লাব মালয়েশিয়ার সদস্য সচিব ও নিউজ ২৪ এর মালয়েশিয়া প্রতিনিধি শাহাদাত হোসেন, সাবেক সভাপতি ফাতেমা আক্তার শিল্পী, বর্তমান কমিটির সহ-সভাপতি ইয়াছিন দেওয়ান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো.সাহেদ, সাংস্কৃতিক সম্পাদক মেহেরাজ হাসান সৌরভ, ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক তানজিল হৃদয়, প্রচার সম্পাদক জাহিদ হোসেন। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নূসরাত জাহান, বিউটি আক্তার, তানিয়া আক্তার, রাজু ভূঁইয়া প্রমুখ।

রস ভোজনের পর ফানুস উড়িয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • ফরিদগঞ্জ এর আরও খবর
error: Content is protected !!