ক্রীড়া ডেস্ক:
বরাবরের চেয়ে এবারের বিশ্বকাপে অর্থের ঝনঝনানি ছিল বেশি। ২০১৯ আসরে সবার জন্য প্রাইজমানি রেখেছিল আইসিসি। লিগপর্বে একটি ম্যাচও না জেতা আফগানিস্তানও মোটা অঙ্কের অর্থ পেয়েছে।
বিশ্বকাপজয়ী ইংল্যান্ড পেয়েছে ৪০ লাখ ডলার। ২০১৫ চ্যাম্পিয়নদের চেয়ে যা অনেক বেশি। রানার্সআপ নিউজিল্যান্ড পেয়েছে ২০ লাখ ডলার। গেলবারের তুলনায় যা ২৫ হাজার ডলার বেশি।
সেমিফাইনাল থেকে ছিটকে পড়া দুই দল- ভারত ও অস্ট্রেলিয়া পেয়েছে ৮ লাখ ডলার করে। আগের বিশ্বকাপের চেয়ে যা প্রায় ২ লাখ ডলার বেশি।
তবে দ্বাদশ টুর্নামেন্টে লিগপর্বে ম্যাচজয়ীদের জন্য তুলনামূলক কম অর্থ বরাদ্দ রাখে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। গ্রুপপর্বে প্রতি ম্যাচ জিতে ৪০ হাজার ডলার করে পেয়েছে দলগুলো। গেল আসরের অপেক্ষায় যা পাঁচ হাজার ডলার কম। লিগপর্ব থেকে ছিটকে পড়া ছয় দলও পেয়েছে অর্থকড়ি। প্রতিটি দল পেয়েছে ১ লাখ ডলার করে।