চাঁদপুরের কচুয়া উপজেলায় বিআরটিসি বাসের ধাক্কায় ট্রাকের দুই হেলপার নিহত হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে কচুয়া-গৌরিপুর-সাচার সড়কের শিমুলতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন – উপজেলার বুধুন্ডা গ্রামের সেলিম মিয়ার ছেলে সজীব হোসেন (২০) ও সাচার গোপিরদীঘির পাড় গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আতিক (১৫)।
ট্রাকচালক মেহেদী হাসান জানান, বেলা ১১টার দিকে সাচার থেকে তেগুরিয়ার উদ্দেশে যাচ্ছিল ট্রাকটি। শিমুলতলী এলাকায় পৌঁছলে ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী একটি বিআরসিটি বাস আমাদের ওভারটেক করতে গিয়ে পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ট্রাকটি পার্শ্ববর্তী ডোবায় পড়ে সজীব ও আতিক ঘটনাস্থলে নিহত হয়। এ সময় আহত হন ট্রাকচালক মেহেদী হাসান ও মালিক ফুল মিয়া।
স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এদিকে এ ঘটনার পর কচুয়া-সাচার-গৌরিপুর সড়কটি দ্রুত চার লাইনকরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সাচার ইউপি চেয়ারম্যান মনির হোসেন বলেন, কচুয়া-গৌরিপুর-সাচার সড়কটি খুবই ঝুঁকিপূর্ণ। এ সড়কে বিআরটিসি বাস চলার যোগ্য না। আমরা চার লেন বিশিষ্ট রাস্তা নির্মাণের দাবি করছি।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, নিহতদের উদ্ধার করা হয়েছে। তবে বাসচালককে আটক করা যায়নি।