কচুয়ায় নির্বাচিত মেম্বার প্রার্থীর সমর্থকদের বাড়ি-ঘর ভাংচুরের অভিযোগ

  • আপডেট: ১০:৫৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
  • ২৭

নিজস্ব প্রতিনিধি ॥

কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ফলাফল ঘোষনার পরে ৬নং ওয়ার্ডের ফুটবল মার্কায় বিজয়ী মেম্বার প্রার্থী মো.শাহজালালের সমর্থকদের উপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত বুধবার সন্ধ্যায় নির্বাচনের ফলাফল দেওয়ার পর এই ঘটনা ঘটে।

জানাগেছে, উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের কাদিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র ফলাফল ঘোষনার পরে ফুটবল মার্কায় নির্বাচিত মেম্বার প্রার্থী মো. শাহজালাল ও প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতীকের প্রার্থী মোঃ মিজানুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে।

এতে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে বিজয় প্রার্থীর সমর্থকরা বেশি আহত হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ এনে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিজানুর রহমানে লোকজন তার বিজয় প্রার্থীর চাচা সুলাইমান শিকদার,শহীদুল ইসলাম সিকদার,ফারুকুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে ফুটবল প্রতীকের ক্লাবসহ ভাঙচুর করেন।

বিজয় প্রার্থী মোঃ শাহজাহান বলেন, ৬নং ওয়ার্ডের বেসরকারিভাবে নির্বাচন ফলাফল কেন্দ্র প্রিজাইডিং অফিসার ঘোষণা করলে, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিজানুর রহমান পরাজয় মেনে নিতে না পেরে তার সমর্থকরা ও আমার সমর্থকদের উপর এলোপাতাড়িভাবে ইট ও লাঠিসোটা দিয়ে আঘাত করে থাকে।

ভোটকেন্দ্রের পাশে মসজিদ ও সমর্থকদের বাড়িঘর ভাঙচুর চালিয়ে তাদেরকে আহত করেন। আমি এই ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি জানিয়েছি।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিজানুর রহমান বলেন, সারাদিন সুষ্ঠুভাবে নির্বাচন হলে বিকাল ৪টা ভোট দেওয়ার শেষ হলে , ফলাফল ঘোষণা করার সময় আমার এজেন্টদেরকে কেন্দ্রের বুথে অবরুদ্ধ রেখে প্রিজাইডিং অফিসার তার রুমে সন্ধ্যা ৮টায় পর্যন্ত ফলাফল ঘোষণা করেন।

নিশ্চয় আমার ফলাফল নিয়ে দুর্নীতি করেছেন প্রিজাইডিং অফিসার। আমার বিশ্বাস আমি অনেক ভোটে নির্বাচিত হব।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

কচুয়ায় নির্বাচিত মেম্বার প্রার্থীর সমর্থকদের বাড়ি-ঘর ভাংচুরের অভিযোগ

আপডেট: ১০:৫৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২

নিজস্ব প্রতিনিধি ॥

কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ফলাফল ঘোষনার পরে ৬নং ওয়ার্ডের ফুটবল মার্কায় বিজয়ী মেম্বার প্রার্থী মো.শাহজালালের সমর্থকদের উপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত বুধবার সন্ধ্যায় নির্বাচনের ফলাফল দেওয়ার পর এই ঘটনা ঘটে।

জানাগেছে, উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের কাদিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র ফলাফল ঘোষনার পরে ফুটবল মার্কায় নির্বাচিত মেম্বার প্রার্থী মো. শাহজালাল ও প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতীকের প্রার্থী মোঃ মিজানুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে।

এতে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে বিজয় প্রার্থীর সমর্থকরা বেশি আহত হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ এনে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিজানুর রহমানে লোকজন তার বিজয় প্রার্থীর চাচা সুলাইমান শিকদার,শহীদুল ইসলাম সিকদার,ফারুকুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে ফুটবল প্রতীকের ক্লাবসহ ভাঙচুর করেন।

বিজয় প্রার্থী মোঃ শাহজাহান বলেন, ৬নং ওয়ার্ডের বেসরকারিভাবে নির্বাচন ফলাফল কেন্দ্র প্রিজাইডিং অফিসার ঘোষণা করলে, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিজানুর রহমান পরাজয় মেনে নিতে না পেরে তার সমর্থকরা ও আমার সমর্থকদের উপর এলোপাতাড়িভাবে ইট ও লাঠিসোটা দিয়ে আঘাত করে থাকে।

ভোটকেন্দ্রের পাশে মসজিদ ও সমর্থকদের বাড়িঘর ভাঙচুর চালিয়ে তাদেরকে আহত করেন। আমি এই ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি জানিয়েছি।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিজানুর রহমান বলেন, সারাদিন সুষ্ঠুভাবে নির্বাচন হলে বিকাল ৪টা ভোট দেওয়ার শেষ হলে , ফলাফল ঘোষণা করার সময় আমার এজেন্টদেরকে কেন্দ্রের বুথে অবরুদ্ধ রেখে প্রিজাইডিং অফিসার তার রুমে সন্ধ্যা ৮টায় পর্যন্ত ফলাফল ঘোষণা করেন।

নিশ্চয় আমার ফলাফল নিয়ে দুর্নীতি করেছেন প্রিজাইডিং অফিসার। আমার বিশ্বাস আমি অনেক ভোটে নির্বাচিত হব।