ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়াঃ
কচুয়ায় শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।
১২টি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। কয়েকটি কেন্দ্রে প্রার্থীদের সমর্থকদের মধ্যে সহিংসতা জরালে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নিয়ন্ত্রণ হয়।
নির্বাচনে উপজেলার ১নং সাচার ইউনিয়নে মনির হোসেন (ঘোড়া ) পাথৈর ইউনিয়নে আলী আক্কাস মোল্লা (আনারস), বিতারা ইউনিয়নে ইসহাক সিকদার (ঘোড়া), পালাখাল মডেল ইউনিয়নে হাবিব মজুমদার জয় (ঘোড়া),পশ্চিম সহদেবপুর ইউনিয়নে আলমগীর হোসেন (নৌকা), উত্তর কচুয়া ইউনিয়নে এমএ আখতার হোসাইন (নৌকা), সদর দক্ষিণ ইউনিয়নে আরিফুজ্জামান আরিফ (চশমা), কাদলা ইউনিয়নে নুরে-ই-রিহাত (আনারস), কড়ইয়া ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় (নৌকা), গোহট উত্তর ইউনিয়নে কবির হোসেন (নৌকা), গোহট দক্ষিণ ইউনিয়নে আমির হোসেন (নৌকা), আশরাফপুর ইউনিয়নে রেজাউল মাওলা হেলাল (ঘোড়া) নির্বাচিত হয়েছেন। উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে নৌকার প্রতীক প্রার্থী ৪, বিদ্রোহী প্রার্থী ৬, স্বতন্ত্র প্রার্থী ১ ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১জন নির্বাচিত হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার আবু বক্কর সিদ্দিক বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে। তবে কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।