কচুয়া প্রতিনিধি॥
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী কাদলা-দরবেশগঞ্জ খেলাঘরের আয়োজনে প্রিমিয়ার লীগ ফুটবল টুর্ণামেন্টে খেলা শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার দুপুরে দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের খেলা শুভ উদ্বোধন করেন,কচুয়া উপজেলা আওয়ালীমীগের সদস্য ও কাদলা ইউপি চেয়ারম্যান প্রার্থী ইঞ্জি.মজিবুর রহমান।
দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিদ্যোতসাহী সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মো. বোরহান উদ্দিন মজুমদারের সভাপ্রধানে বক্তব্য রাখেন,আওয়ামীলীগ নেতা গাজী ইউসুফ,সমাজসেবক রাজ্জাক তফাদার প্রমুখ।
এসময় কাদলা-দরবেশগঞ্জ খেলাঘরের বিভিন্ন নেতৃবৃন্দ ও খেলা প্রেমী দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।