• ঢাকা
  • রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮ জুলাই, ২০১৯
সর্বশেষ আপডেট : ৮ জুলাই, ২০১৯

চাঁদপুরে বিচারকের বাসায় চুরির ঘটনায় চোর আটক, দু’টি মোবাইল উদ্ধার

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

নিজস্ব প্রতিনিধি॥
চাঁদপুর জেলা ও দায়রা জজের বাসভবনে জানালা দিয়ে মশারি কেটে মোবাইল চুরির ঘটনায় শহরের বড় স্টেশন রেলওয়ের পরিত্যক্ত বাংলো থেকে জীবন শেখ নামে চোরকে আটক করেছে মডেল থানা পুলিশ।

সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার পুলিশ পরদির্শক আব্দুর রব আটক করতে সক্ষম হন। এ সময় পুলিশ জেলা জজের বাসার পাশের বাসায় চুরি হওয়া একটি স্যামসাং মোবাইল সেট উদ্ধার করে।

চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক আব্দুর রব জানান, রোববার (৭ জুলাই) ভোরে জেলা ও দায়রা জজের বাসার চুরি ঘটনা ঘটে। ঘটনার ৬ ঘন্টার মধ্যে সিসি টিভির ফুটেজ দেখে চোরকে সনাক্ত করা হয় এবং তার বাড়ী থেকে জেলা ও দায়রা জজ এর স্ত্রীর নোকিয়া মোবাইল, একটি টর্স লাইট ও চুরির সময় জীবন শেখের গায়ে থাকা একটি টিশার্ট উদ্ধার করা হয়। পরে আজ চোর জীবন শেখকে আটক করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, আটক চোর জীবন শেখ শহরের বকুলতলা এলাকার জেডিসি কলোনীর বিল্লাল শেখের ছেলে। সে চিহ্নিত চোর। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • চাঁদপুর সদর এর আরও খবর
error: Content is protected !!