• ঢাকা
  • রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২১
সর্বশেষ আপডেট : ২১ নভেম্বর, ২০২১

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারালো বাংলাদেশ

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

ক্রীড়া ডেস্ক:

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ‘বিশ্বকাপ মিশন’ শুরু করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২০১ রান করে পাকিস্তান।

টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪৯ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান। এরপর আলিয়া দারকে সঙ্গে নিয়ে ১৩৫ রানের জুটি গড়েন নিদা ধার। পাকিস্তানের হয়ে ১১১ বলে ৮৭ রান করেন নিদা ধার। ৮২ বলে ৬১ রান করেন আলিয়া রিয়াজ। বাংলাদেশ দলের হয়ে রিতু মনি ও নাদিয়া আক্তার দুটি করে উইকেট নেন।

টার্গেট তাড়া করতে নেমে ২ বল হাতে রেখেই ৩ উইকেটের জয় পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশের জয়ে ৪৪ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৫০ রান করেন রুমানা আহমেদ।

এছাড়া ৯০ বলে ৪৫ রান করেন ফারজানা হক। ৩৭ বলে ৩৩ রান করে রিতু মনি। ইনিংসের শেষ দিকে সাবেক অধিনায়ক সালমা খাতুন ১২ বলে দুই বাউন্ডারিতে ১৭ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা রাখেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • খেলাধুলা এর আরও খবর
error: Content is protected !!