ফরিদগঞ্জে পানিতে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যু

  • আপডেট: ০৩:১৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
  • ৩৬

বিশেষ প্রতিনিধি,

একই সঙ্গে পৃথিবীর আলো দেখেছিল ৩ বছরের আবদুল্লাহ ও আবদুর রহমান। আর দুই জনেরই একই সাথে বেড়ে উঠা। কিন্তু তাদের সেই জীবন আলোও একই সাথে নিভে যাওয়ায় বাকরুদ্ধ পরিবার।

সোমবার (১৫ নভেম্বর) ১২ টার দিকে চাঁদপুরের ফরিদগঞ্জের আলোনিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে জমজ শিশু দুই ভাইয়ের মৃত্যু হয়। তাদের মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে আসে শোকের ছায়া।

পুকুরে ডুবে মারা যাওয়া জমজ দুই ভাই আবদুল্লাহ ও আবদুর রহমান উপজেলার আলোনিয়া গ্রামের জসিস উদ্দিনের ছেলে।

জসিম উদ্দিন জানান, সকাল থেকে জমজ দুই ছেলে  বাড়ির উঠানে খেলাধুলা করছিল। কিছুসময় পর পরিবারের লোকজন তাদেরকে আর খুঁজে পায়নি। পরে তাদের মরদেহ বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখেন তারা। ওই সময় বাড়ির অন্যান্যদের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে জানান।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আশরাফ চৌধুরী বলেন, জমজ দুই শিশু হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে। পানিতে দীর্ঘ সময় ডুবে থাকার কারণে শ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ হোসেন বলেন, পানিতে ডুবে জমজ দুই শিশুর মৃত্যুর ঘটনাটি আমাদের জানা নেই। এই বিষয়ে পরিবার কিংবা অন্যকেউই অভিযোগ করেনি।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

ফরিদগঞ্জে পানিতে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যু

আপডেট: ০৩:১৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১

বিশেষ প্রতিনিধি,

একই সঙ্গে পৃথিবীর আলো দেখেছিল ৩ বছরের আবদুল্লাহ ও আবদুর রহমান। আর দুই জনেরই একই সাথে বেড়ে উঠা। কিন্তু তাদের সেই জীবন আলোও একই সাথে নিভে যাওয়ায় বাকরুদ্ধ পরিবার।

সোমবার (১৫ নভেম্বর) ১২ টার দিকে চাঁদপুরের ফরিদগঞ্জের আলোনিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে জমজ শিশু দুই ভাইয়ের মৃত্যু হয়। তাদের মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে আসে শোকের ছায়া।

পুকুরে ডুবে মারা যাওয়া জমজ দুই ভাই আবদুল্লাহ ও আবদুর রহমান উপজেলার আলোনিয়া গ্রামের জসিস উদ্দিনের ছেলে।

জসিম উদ্দিন জানান, সকাল থেকে জমজ দুই ছেলে  বাড়ির উঠানে খেলাধুলা করছিল। কিছুসময় পর পরিবারের লোকজন তাদেরকে আর খুঁজে পায়নি। পরে তাদের মরদেহ বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখেন তারা। ওই সময় বাড়ির অন্যান্যদের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে জানান।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আশরাফ চৌধুরী বলেন, জমজ দুই শিশু হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে। পানিতে দীর্ঘ সময় ডুবে থাকার কারণে শ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ হোসেন বলেন, পানিতে ডুবে জমজ দুই শিশুর মৃত্যুর ঘটনাটি আমাদের জানা নেই। এই বিষয়ে পরিবার কিংবা অন্যকেউই অভিযোগ করেনি।