শরীফুল ইসলাম:
ঈদে নতুন পোশাক যুবকদের পছন্দের তালিকায় সবার প্রথমে থাকে। তবে চলমান করোনা পরিস্থিতিতে সেই জামা কেনার অর্থ অসহায় মানুষের সহযোগিতায় দিলেন জেলা ছাত্রলীগ নেতা মো. সুমন গাজী। তিনি ঈদের আগের দিন চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অসহায় মানুষের মাঝে ঈদের পোশাক কিনার টাকা দিয়ে সহযোগিতা করনে।
জেলা ছাত্রলীগ নেতা মো. সুমন গাজী বলেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান আইয়ুব আলী বেপারীর অনুপ্রেরণায় আমার এই উদ্যোগ। আমি লক্ষ্মীপুর ইউনিয়নের ১০টি পরিবারের মাঝে ৫ হাজার টাকা সহযোগিতা করেছি।
তিনি আরো বলেন, করোনার এই সময়ে ঈদ উদযাপন আমাদের জন্য নয়। করোনা দূর্যোগে ঈদের আনন্দ ভাগ করে নিতে সকলের পাশে এসে দাড়ানোর সময়। আমি সামান্য কিছু সহযোগিতা করে আনন্দ পেয়েছি। সবাই যদি এমন পাশে এসে দাড়াতো, তাহলে কারো কষ্ট তাকতো না।