মেহেরপুরে সন্ত্রাসীদের গোলাগুলিতে সন্ত্রাসী মনিরুল নিহত

  • আপডেট: ০১:৩১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০১৯
  • ৪৯

notunerkotha.com

মেহেরপুরে গাংনী উপজেলায় সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে মনিরুল ইসলাম (৩০) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন।

শুক্রবার রাত পৌনে ৩টার দিকে কসবা-কচুইখালি মাঠে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলি ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

পুলিশের দাবি, নিহত মনিরুলের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ডাকাতি, অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও মাদক আইনে মোট নয়টি মামলা রয়েছে। তিনি কসবা গ্রামের বাসিন্দা ছিলেন।

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, কসবা-কচুইখালি মাঠে সন্ত্রাসীদের দুই দলের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন গোপন খবর থানায় আসে।

খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রীসারা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মনিরুল ইসলাম নামে এক যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে।

Tag :
সর্বাধিক পঠিত

ফরিদগঞ্জে গণপিটুনিতে যুবকের মৃত্যু

মেহেরপুরে সন্ত্রাসীদের গোলাগুলিতে সন্ত্রাসী মনিরুল নিহত

আপডেট: ০১:৩১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০১৯

notunerkotha.com

মেহেরপুরে গাংনী উপজেলায় সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে মনিরুল ইসলাম (৩০) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন।

শুক্রবার রাত পৌনে ৩টার দিকে কসবা-কচুইখালি মাঠে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলি ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

পুলিশের দাবি, নিহত মনিরুলের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ডাকাতি, অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও মাদক আইনে মোট নয়টি মামলা রয়েছে। তিনি কসবা গ্রামের বাসিন্দা ছিলেন।

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, কসবা-কচুইখালি মাঠে সন্ত্রাসীদের দুই দলের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন গোপন খবর থানায় আসে।

খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রীসারা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মনিরুল ইসলাম নামে এক যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে।