হাইমচরবাসিকে সুখে রাখতে অবিরাম ছুটে চলা এক যুদ্ধা

  • আপডেট: ০২:১৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০
  • ৩৪

হাইমচর, ২০ এপ্রিল, সোমবার:

হাইমচরবাসিকে ভালো রাখতে অবিরাম ছুটে চলছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা AC Land Haimchar  মোঃ মেজবা-উল আলম ভূইয়া।

প্রতিদিন কাক ডাকা ভোর থেকেই তিনি পুলিশ আর সেনাবাহিনী সদস্যদের সাথে বেরিয়ে পড়েন হাইমচরের চরাঞ্চলের হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষদের খোঁজে।

হাইমচর উপজেলায় সম্প্রতি সময়ে বিদেশ অথবা ঢাকা, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর থেকে আসা মানুষের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা। বাজারে অহেতুক মানুষের ঘুরা ফেরা বন্ধ করা। গ্রাম-গঞ্জের বিভিন্ন দোকানে আড্ডা দেয়া মানুষকে দোকান থেকে বাড়ীতে ফেরানো এগুলো তার রুটিন মাফিক কাজ হয়ে দাঁড়িয়েছে।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের হাত থেকে হাইমচরবাসিকে রক্ষায় তার এ অবিরাম চুটে চলা।

AC Land Haimchar তার সরকারি ফেইসবুকের লেখা পাঠকদের জন্য তুলে ধরা হলো-

দোকানের এক কাপ চা এর জন্য নিজের ও নিজের পরিবারের জীবন বিপন্ন করবেন না। দিন রাত অক্লান্ত চেষ্টা করা সত্ত্বেও হাইমচরে করোনা সনাক্ত হওয়া হতাশাজনক।

হাইমচরে ১ম করোনা রোগী সনাক্তের দিন অদ্য ২০/৪/২০২০ তারিখে হাইমচর উপজেলা প্রশাসন কর্তৃক উত্তর আলগি, পুরাতন কলেজ মোড় , তেলির মোড়, জনতা বাজার এলাকায় ও পার্শ্ববর্তী গ্রামসমূহে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ অভিযান ও দ্রব্যমূল্য মনিটরিং করা হয়। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

আজ ঢাকা, নারায়নগঞ্জসহ অন্য জেলা হতে আগত ৬ জনসহ মোটঃ ১০৮ জনের হোম কোয়ারিন্টিন নিশ্চিত করা হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

হাইমচরবাসিকে সুখে রাখতে অবিরাম ছুটে চলা এক যুদ্ধা

আপডেট: ০২:১৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০

হাইমচর, ২০ এপ্রিল, সোমবার:

হাইমচরবাসিকে ভালো রাখতে অবিরাম ছুটে চলছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা AC Land Haimchar  মোঃ মেজবা-উল আলম ভূইয়া।

প্রতিদিন কাক ডাকা ভোর থেকেই তিনি পুলিশ আর সেনাবাহিনী সদস্যদের সাথে বেরিয়ে পড়েন হাইমচরের চরাঞ্চলের হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষদের খোঁজে।

হাইমচর উপজেলায় সম্প্রতি সময়ে বিদেশ অথবা ঢাকা, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর থেকে আসা মানুষের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা। বাজারে অহেতুক মানুষের ঘুরা ফেরা বন্ধ করা। গ্রাম-গঞ্জের বিভিন্ন দোকানে আড্ডা দেয়া মানুষকে দোকান থেকে বাড়ীতে ফেরানো এগুলো তার রুটিন মাফিক কাজ হয়ে দাঁড়িয়েছে।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের হাত থেকে হাইমচরবাসিকে রক্ষায় তার এ অবিরাম চুটে চলা।

AC Land Haimchar তার সরকারি ফেইসবুকের লেখা পাঠকদের জন্য তুলে ধরা হলো-

দোকানের এক কাপ চা এর জন্য নিজের ও নিজের পরিবারের জীবন বিপন্ন করবেন না। দিন রাত অক্লান্ত চেষ্টা করা সত্ত্বেও হাইমচরে করোনা সনাক্ত হওয়া হতাশাজনক।

হাইমচরে ১ম করোনা রোগী সনাক্তের দিন অদ্য ২০/৪/২০২০ তারিখে হাইমচর উপজেলা প্রশাসন কর্তৃক উত্তর আলগি, পুরাতন কলেজ মোড় , তেলির মোড়, জনতা বাজার এলাকায় ও পার্শ্ববর্তী গ্রামসমূহে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ অভিযান ও দ্রব্যমূল্য মনিটরিং করা হয়। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

আজ ঢাকা, নারায়নগঞ্জসহ অন্য জেলা হতে আগত ৬ জনসহ মোটঃ ১০৮ জনের হোম কোয়ারিন্টিন নিশ্চিত করা হয়।