স্বল্প পরিসরে একাদশ জাতীয় সংসদের ৭ম অধিবেশন কাল

  • আপডেট: ১২:১৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০
  • ২৬
অনলাইন ডেস্ক :
সাংবিধানিক নিয়ম রক্ষায় নতুন দৃষ্টান্ত গড়তে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ।  সংসদীয় ইতিহাসে স্বল্পতম সময়ের জন্য বসবে এই সংসদের ৭ম অধিবেশন।  সাংবিধানিক বাধ্য-বাধকতার কারণে ডাকা এই অধিবেশন আগামীকাল শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৫টায় শুরু হয়ে এক থেকে দেড় ঘন্টা চলতে পারে। যেখানে সাংবাদিক ও দর্শনার্থীদের উপস্থিতির সুযোগ থাকছে না। কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিও সীমিত করা হবে । উপস্থিত সংসদ সদস্যরাও করোনা ভাইরাসের সতর্কতা নির্দেশনা মেনেই সংসদ অধিবেশনে অংশ নিবেন। সংসদ সচিবালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানান, সাংবিধানিক বাধ্য-বাধকতার কারণে এই অধিবেশন ডাকার বিকল্প কোন অপশন ছিলো না। এ অধিবেশন হবে খুবই স্বল্প সময়ের। অধিবেশনে অংশগ্রহণের ক্ষেত্রে করোনা ভাইরাস সংক্রমণ রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলা হবে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় ত্রাণ সহায়তাসহ অন্যান্য কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকায় অধিবেশনে উপস্থিতি কম হতে পারে। জাতীয় সংসদের পক্ষ থেকে অধিবেশনে স্বশরীরে উপস্থিত না হয়ে সংসদ টেলিভিশন থেকে সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) তারিক মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়। এতে বলা হয়েছে, মহামারি করোনাভাইরাসের কারণে সবার জীবনের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সংসদ অধিবেশন অত্যন্ত সংক্ষিপ্ত করা হবে। এ অবস্থায় সাংবাদিকদের সরাসরি সংসদে না এসে স্ব-স্ব স্থানে অবস্থান করে সংসদ টেলিভিশন থেকে সরাসরি সম্প্রচারিত অধিবেশন কাভার করার জন্য অনুরোধ করা হলো। সাংবিধানিক বাধ্য-বাধকতার কারণে করোনা ভাইরাসের এই দুর্যোগেও গত ৬ এপ্রিল সংসদের ৭ম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এক অধিবেশন শেষ হওয়ার পর ৬০ কার্যদিবসের মধ্যে আবার সংসদ বসার বাধ্যবাধকতা রয়েছে। সর্বশেষ
৬ষ্ঠ অধিবেশন শেষ হয়েছিল গত ১৮ ফেব্রুয়ারি। সেই হিসেবে ১৮ এপ্রিলের মধ্যে সংসদের অধিবেশন আহ্বানের বিধান। এদিকে, সংসদ সচিবালয় সূত্র জানা গেছে, এই অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব থাকছে না। কোন বিল উত্থাপন ও পাসের সম্ভাবনা নেই।
অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশন পরিচালনার জন্য সভাপতিমণ্ডলী মনোনয়নের পর চলতি সংসদের সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফসহ অন্যান্যদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হবে। শোক প্রস্তাব নিয়ে আলোচনা শেষে অধিবেশন শেষ হবে। এরপর জনগুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা শেষে অধিবেশন সমাপ্ত হবে।
এরআগে দিনের কার্যসূচীতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন কর্তৃক সরকারী কর্ম কমিশনের বার্ষিক প্রতিবেদন উত্থাপনের কর্মসূচী রয়েছে। তবে কি কি বিষয়ে আলোচনা হবে তা স্পীকার সংসদ নেতা শেখ হাসিনার সাথে আলোচনা করে ঠিক করবেন বলে সূত্র জানায়।    ফাইল ছবি
Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

স্বল্প পরিসরে একাদশ জাতীয় সংসদের ৭ম অধিবেশন কাল

আপডেট: ১২:১৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০
অনলাইন ডেস্ক :
সাংবিধানিক নিয়ম রক্ষায় নতুন দৃষ্টান্ত গড়তে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ।  সংসদীয় ইতিহাসে স্বল্পতম সময়ের জন্য বসবে এই সংসদের ৭ম অধিবেশন।  সাংবিধানিক বাধ্য-বাধকতার কারণে ডাকা এই অধিবেশন আগামীকাল শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৫টায় শুরু হয়ে এক থেকে দেড় ঘন্টা চলতে পারে। যেখানে সাংবাদিক ও দর্শনার্থীদের উপস্থিতির সুযোগ থাকছে না। কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিও সীমিত করা হবে । উপস্থিত সংসদ সদস্যরাও করোনা ভাইরাসের সতর্কতা নির্দেশনা মেনেই সংসদ অধিবেশনে অংশ নিবেন। সংসদ সচিবালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানান, সাংবিধানিক বাধ্য-বাধকতার কারণে এই অধিবেশন ডাকার বিকল্প কোন অপশন ছিলো না। এ অধিবেশন হবে খুবই স্বল্প সময়ের। অধিবেশনে অংশগ্রহণের ক্ষেত্রে করোনা ভাইরাস সংক্রমণ রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলা হবে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় ত্রাণ সহায়তাসহ অন্যান্য কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকায় অধিবেশনে উপস্থিতি কম হতে পারে। জাতীয় সংসদের পক্ষ থেকে অধিবেশনে স্বশরীরে উপস্থিত না হয়ে সংসদ টেলিভিশন থেকে সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
আরো পড়ুন: নরসিংদীতে ৩৮ জনের টেস্টে চিকিৎসকসহ ২৭ জনের করোনা শনাক্ত
সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) তারিক মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়। এতে বলা হয়েছে, মহামারি করোনাভাইরাসের কারণে সবার জীবনের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সংসদ অধিবেশন অত্যন্ত সংক্ষিপ্ত করা হবে। এ অবস্থায় সাংবাদিকদের সরাসরি সংসদে না এসে স্ব-স্ব স্থানে অবস্থান করে সংসদ টেলিভিশন থেকে সরাসরি সম্প্রচারিত অধিবেশন কাভার করার জন্য অনুরোধ করা হলো। সাংবিধানিক বাধ্য-বাধকতার কারণে করোনা ভাইরাসের এই দুর্যোগেও গত ৬ এপ্রিল সংসদের ৭ম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এক অধিবেশন শেষ হওয়ার পর ৬০ কার্যদিবসের মধ্যে আবার সংসদ বসার বাধ্যবাধকতা রয়েছে। সর্বশেষ
আরো পড়ুন: বাড়িওয়ালা ঝামেলা করলে বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে : আতিক
৬ষ্ঠ অধিবেশন শেষ হয়েছিল গত ১৮ ফেব্রুয়ারি। সেই হিসেবে ১৮ এপ্রিলের মধ্যে সংসদের অধিবেশন আহ্বানের বিধান। এদিকে, সংসদ সচিবালয় সূত্র জানা গেছে, এই অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব থাকছে না। কোন বিল উত্থাপন ও পাসের সম্ভাবনা নেই।
অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশন পরিচালনার জন্য সভাপতিমণ্ডলী মনোনয়নের পর চলতি সংসদের সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফসহ অন্যান্যদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হবে। শোক প্রস্তাব নিয়ে আলোচনা শেষে অধিবেশন শেষ হবে। এরপর জনগুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা শেষে অধিবেশন সমাপ্ত হবে।
এরআগে দিনের কার্যসূচীতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন কর্তৃক সরকারী কর্ম কমিশনের বার্ষিক প্রতিবেদন উত্থাপনের কর্মসূচী রয়েছে। তবে কি কি বিষয়ে আলোচনা হবে তা স্পীকার সংসদ নেতা শেখ হাসিনার সাথে আলোচনা করে ঠিক করবেন বলে সূত্র জানায়।    ফাইল ছবি