সুজন দাসঃ
চাঁদপুর জেলা পুলিশ কর্তৃক সড়কের ওপর গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। ২৩ মে বৃহস্পতিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় পৌর ৭ নং ওয়ার্ডের নিশি বিল্ডিং এলাকার লঞ্চঘাটে যাওয়ার পথে প্রায় ৮/১০ টি সড়কের উপর অবৈধভাবে দোকানপাট গড়ে ওঠায় ওইগুলোতে ভাংচুর করে সড়কের থেকে সরিয়ে নেওয়া হয়। এতে করে যাত্রীরা এখন চলাচলের জন্য আরো প্রশস্ত রাস্তা পেলো। পরে তিনি একই ওয়ার্ডের কাঁচা কলোনী এলাকায় মাদক বিরোধী অভিযান চালান। ওই সময় অভিযানে কয়েকজন মাদকসেবীকে আটক করেন ও ওই এলাকার অন্যান্য মাদকসেবীদের দ্রুত আইনের কাছে আত্মসমর্পন করার জন্য মাইকিং করে নির্দেশনা দেন।
এ সময় অভিযানে আরো অংশ নেন,চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন,চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধর, চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত হারুনুর রশিদ, পুলিশ পরিদর্শক নিরস্ত্র আব্দুর রব, সেকেন্ড অফিসার অনুপ চক্রবর্তী সহ অন্যান্য পুলিশ সদস্যরা।