বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন জেলা প্রশাসনের ব্যাপক কর্মসূচি গ্রহণ

  • আপডেট: ০৩:৫৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০
  • ৩১

শরীফুল ইসলাম
আগামীকাল ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন করা হবে। এ উপলক্ষ্যেই বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন করা হবে বলে ঘোষণাও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ২০২০-২১ সালকে ‘মুজিব বর্ষ’ হিসেবে পালন করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন করার লক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শনিবার বিকেলে জেলা প্রশাসন থেকে একটি বিজ্ঞপ্তিতে বিভিন্ন কর্মসূচি পাঠনো হয়।

এতে উল্লেখ রয়েছে : আজ রোববার ও আগামীকাল সোমবার সকল সরকারি এবং বেসরকারি ভবনে আলোকসজ্জা, ১৭মার্চ সূর্যোদয়ের সাথে সাথে অঙ্গিকার পাদদেশে ৩১ তোপধ্বনির পরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন, সকাল ৬টা ১০ মিনিটে যথাযথ মর্যাদায় জাতীয় পকাতা উত্তোলন, স্ব স্ব প্রতিষ্ঠানে সীমিত পরিসরে কেক কাটা ও মিস্টান্ন বিতরণ, মসজিদ, মন্দির এবং গীর্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন, হাসপাতাল, কারাগার, শিশু পরিবার, এতিমখানা ও মূক ও বধির স্কুলে মিষ্টান্ন বিতরণ ও উন্নতমানের খাবার পরিবেশন।

কর্মসূচিতে আরো রয়েছে, ১৭ মার্চ লঞ্চঘাট, রেলস্টেশন ও বাসস্ট্যান্ড এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে বঙ্গবন্ধুর উপর নির্মিত তথ্যচিত্র, চাঁদপুর থেকে যাওয়া সকল বাস যাত্রীদের জন্য ২০% টিকেট ছাড়, দুপুর আড়াইটায় সাগরিকা টেন্রে ১শ’ টিকিট শুভেচ্ছা উপহার প্রদান, লঞ্চে মুক্তিযোদ্ধা, হতদরিদ্র, প্রতিবন্ধীসহ ৫জনকে ফ্রি টিকেট উপহার, পিক এন্ড পে, লিটন ডিপার্টমেন্টাল স্টোর, ভূইয়া বিগ বাজার, স্যোশাল বাজারে হ্রাসকৃত মূল্যে পণ্য বিক্রয়, ডায়াবেটিক ও চক্ষু হাসপাতলে মুক্তযোদ্ধা ও সুবিধাবঞ্চিত শিশুদের স্বস্থ্য পরীক্ষা, চক্ষু এবং বিনামূল্যে ঔষধ প্রদান, শহরের হোটেল রেস্তোরা মালিক সমিতি কর্তৃক ৫শ’ প্যাকেট খাবার বিতরণ, ওয়ান মিনিট, মৌসুমি সুইটস, মুসলিম সুইটস, মরিয়ম সুইটস, বিক্রমপুর সুইটস এর পক্ষ থেকে মিষ্টি বিতরণ।

এছাড়া সকাল ১০টায় শহরের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন, সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত চবাঁদপুর সেতু ও মতলব সেতুতে টোল ফ্রি, সকল বেসরকারি ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে ২০% ছাড়ে টেষ্ট ও চিকিৎসাসেবা প্রদান, রাত ৮টায় শহরের হাসান আলী সরকরি উচ্চ বিদ্যালয় মাঠে আতশবাজি।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

সমন্বয়ক আর জামায়াতের কারণে ইউনুছ সরকার ব্যর্থ হবে-ইঞ্জি. মমিনুল হক

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন জেলা প্রশাসনের ব্যাপক কর্মসূচি গ্রহণ

আপডেট: ০৩:৫৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০

শরীফুল ইসলাম
আগামীকাল ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন করা হবে। এ উপলক্ষ্যেই বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন করা হবে বলে ঘোষণাও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ২০২০-২১ সালকে ‘মুজিব বর্ষ’ হিসেবে পালন করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন করার লক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শনিবার বিকেলে জেলা প্রশাসন থেকে একটি বিজ্ঞপ্তিতে বিভিন্ন কর্মসূচি পাঠনো হয়।

এতে উল্লেখ রয়েছে : আজ রোববার ও আগামীকাল সোমবার সকল সরকারি এবং বেসরকারি ভবনে আলোকসজ্জা, ১৭মার্চ সূর্যোদয়ের সাথে সাথে অঙ্গিকার পাদদেশে ৩১ তোপধ্বনির পরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন, সকাল ৬টা ১০ মিনিটে যথাযথ মর্যাদায় জাতীয় পকাতা উত্তোলন, স্ব স্ব প্রতিষ্ঠানে সীমিত পরিসরে কেক কাটা ও মিস্টান্ন বিতরণ, মসজিদ, মন্দির এবং গীর্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন, হাসপাতাল, কারাগার, শিশু পরিবার, এতিমখানা ও মূক ও বধির স্কুলে মিষ্টান্ন বিতরণ ও উন্নতমানের খাবার পরিবেশন।

কর্মসূচিতে আরো রয়েছে, ১৭ মার্চ লঞ্চঘাট, রেলস্টেশন ও বাসস্ট্যান্ড এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে বঙ্গবন্ধুর উপর নির্মিত তথ্যচিত্র, চাঁদপুর থেকে যাওয়া সকল বাস যাত্রীদের জন্য ২০% টিকেট ছাড়, দুপুর আড়াইটায় সাগরিকা টেন্রে ১শ’ টিকিট শুভেচ্ছা উপহার প্রদান, লঞ্চে মুক্তিযোদ্ধা, হতদরিদ্র, প্রতিবন্ধীসহ ৫জনকে ফ্রি টিকেট উপহার, পিক এন্ড পে, লিটন ডিপার্টমেন্টাল স্টোর, ভূইয়া বিগ বাজার, স্যোশাল বাজারে হ্রাসকৃত মূল্যে পণ্য বিক্রয়, ডায়াবেটিক ও চক্ষু হাসপাতলে মুক্তযোদ্ধা ও সুবিধাবঞ্চিত শিশুদের স্বস্থ্য পরীক্ষা, চক্ষু এবং বিনামূল্যে ঔষধ প্রদান, শহরের হোটেল রেস্তোরা মালিক সমিতি কর্তৃক ৫শ’ প্যাকেট খাবার বিতরণ, ওয়ান মিনিট, মৌসুমি সুইটস, মুসলিম সুইটস, মরিয়ম সুইটস, বিক্রমপুর সুইটস এর পক্ষ থেকে মিষ্টি বিতরণ।

এছাড়া সকাল ১০টায় শহরের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন, সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত চবাঁদপুর সেতু ও মতলব সেতুতে টোল ফ্রি, সকল বেসরকারি ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে ২০% ছাড়ে টেষ্ট ও চিকিৎসাসেবা প্রদান, রাত ৮টায় শহরের হাসান আলী সরকরি উচ্চ বিদ্যালয় মাঠে আতশবাজি।