চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত-৮॥ ভাংচুর, সড়ক অবরোধ

  • আপডেট: ০৭:১৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০
  • ২৮

চাঁদপুর প্রতিনিধি॥
চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শহরের পালবাজার এলাকায় ও জেলার হাইমচর উপজেলায় কাটাখালী মহজমপুর এলাকায় ট্রাক চাপা ও দানব পাহাড় ট্রলি (ট্রাক্টর) ও অটোরিকশা মুখোমুখী সংঘর্ষে ৮জন গুরুত্বর রক্তাক্ত জখম হয়ে আহত হয়েছে। এদের মধ্যে শ্রমিক হারুন (৫০) নামে একজনের অবস্থা গুরুত্বর ও আশংকা জনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

চাঁদপুর শহরের পালবাজার এলাকায় ট্রাক চাপায় কর্মরত শ্রমিক হারুন (৫০) গুরুতর আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ শ্রমিকরা বহু সংখ্যক ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন ভাংচুর করে। ঘটনার পর থেকে এক ঘন্টারও অধিক সময় সড়ক অবরোধ করে রাখে তারা। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক ও বিক্ষুব্ধ শ্রমিকদের শান্ত করেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর আনুমানিক দেড়টার দিকে স্ট্যান্ড রোডের মেসার্স রহিম ব্রাদার্স নামক ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয় শ্রমিক শান্ত জানান, পালবাজার আনোয়ার ট্রেডার্সের কাচাঁমাল ট্রাক থেকে আনলোড করার সময় শ্রমিক হারুনকে পিছন থেকে রহিম ব্রাদার্সের রড নিয়ে আসা আরেকটি ট্রাক পার্কিং করতে গিয়ে চাপায় দেয়। এতে ওই শ্রমিকের মাথা ও হাতে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে ।
কর্তব্যরত চিকিৎসক নাজমুল হক বলেন, আহত শ্রমিকের মাথা ও হাতে মারাত্মক আঘাত প্রাপ্ত হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও যানবাহন চালকরা জানান, আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্রিজের নীচে অপেক্ষমান সিএনজি চালিত অটোরিকশা, অটোবাইক, ভ্যান, শ্রমিককে চাপা দেওয়া সেই ট্রাকটি সহ প্রায় ২০টি যানবহন ব্যাপক ভাংচুর করে। একই সময় তারা ফুটপাতে থাকা হকাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে এবং ব্যবসায়ী আজিজের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ করে সড়ক অবরোধ করে রাখে।

পালবাজার লেবার সমিতির সভাপতি সফিক মোল্লা বলেন, আহত শ্রমিকের সকল চিকিৎসাসহ সকল ক্ষতিপুরন দিতে হবে। স্ট্যান্ড রোডে বড় ধরণের ট্রাক রেখে মালামাল উঠা-নামা করানো যাবে না। যদি এই ধরণের ঘটনায় অব্যাহত থাকে তাহলে শ্রমিকদের পক্ষ থেকে বড় ধরনের আন্দোলন করা হবে।
চাঁদপর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দূর্ঘটনার সাথে জড়িত ট্রাকটি থানা হেফাজতে রয়েছে। শ্রমিকদেরকে শান্ত থাকার জন্য বলা হয়েছে। অভিযোগ পাওয়াগেলে আমরা এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো। বর্তমান ঘটনাস্থল এলাকা শান্ত রয়েছে
এদিকে,চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় কাটাখালী মহজমপুর এলাকায় দানব পাহাড় ট্রলি (ট্রাক্টর)ও অটোরিকশা মুখোমুখী সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। আহতদের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলেও দুজনের অবস্থা আশংকা হওয়া তাদের প্রথমে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে,গতকাল বৃহস্পতিবার বিকেলে হাইমচর উপজেলা কাটাখালী এলাকায়।
আহত যাদের নাম জানা গেছে তারা হলেন, হাইমচর উপজেলার পশ্চিম চরকৃঞ্চপুর গ্রামের মোঃ নুরুল ইসলাম(৬৫),কালু গাজী (৩০),শাহাদাত (৪৫), শাহাকতউল্লা ( ৩০)। আহতদের মধ্যে নুরু ইসলাম ও কালু গাজী অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।
ঘটনার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক’ ট্রাক্টর ও দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
একটি সূত্রে জানা গেছে,প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে দালাল মহসিনের নেতৃত্বে পুলিশকে ম্যানেজ করে এই দানব ট্রাক্টর চলছে। হাইমচরে প্রতিদিন প্রায় শতাধিক ট্রাক্টর সন্ধ্যা থেকে শুরু করে সকাল বিভিন্ন পাড়া-মহল্লা দিয়ে চলাচল করছে। বিগত দিন এই ট্রাক্টরের তান্ডবে অনেক লোক প্রান হারিয়েছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, হাইমচরের মহাসিন প্রতি মাসে ট্রাক্টর মালিকের কাছ থেকে মাসে চার থেকে পাঁচ হাজার টাকা উত্তোলন করে। সেই টাকা নিয়ে হাইমচর থানা পুলিশ এলাকার রাজনৈতিক নেতাদের ম্যানেজ করে এই দানব ট্রাক্ট রাস্তায় চালাচেছন।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

সমন্বয়ক আর জামায়াতের কারণে ইউনুছ সরকার ব্যর্থ হবে-ইঞ্জি. মমিনুল হক

চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত-৮॥ ভাংচুর, সড়ক অবরোধ

আপডেট: ০৭:১৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০

চাঁদপুর প্রতিনিধি॥
চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শহরের পালবাজার এলাকায় ও জেলার হাইমচর উপজেলায় কাটাখালী মহজমপুর এলাকায় ট্রাক চাপা ও দানব পাহাড় ট্রলি (ট্রাক্টর) ও অটোরিকশা মুখোমুখী সংঘর্ষে ৮জন গুরুত্বর রক্তাক্ত জখম হয়ে আহত হয়েছে। এদের মধ্যে শ্রমিক হারুন (৫০) নামে একজনের অবস্থা গুরুত্বর ও আশংকা জনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

চাঁদপুর শহরের পালবাজার এলাকায় ট্রাক চাপায় কর্মরত শ্রমিক হারুন (৫০) গুরুতর আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ শ্রমিকরা বহু সংখ্যক ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন ভাংচুর করে। ঘটনার পর থেকে এক ঘন্টারও অধিক সময় সড়ক অবরোধ করে রাখে তারা। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক ও বিক্ষুব্ধ শ্রমিকদের শান্ত করেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর আনুমানিক দেড়টার দিকে স্ট্যান্ড রোডের মেসার্স রহিম ব্রাদার্স নামক ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয় শ্রমিক শান্ত জানান, পালবাজার আনোয়ার ট্রেডার্সের কাচাঁমাল ট্রাক থেকে আনলোড করার সময় শ্রমিক হারুনকে পিছন থেকে রহিম ব্রাদার্সের রড নিয়ে আসা আরেকটি ট্রাক পার্কিং করতে গিয়ে চাপায় দেয়। এতে ওই শ্রমিকের মাথা ও হাতে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে ।
কর্তব্যরত চিকিৎসক নাজমুল হক বলেন, আহত শ্রমিকের মাথা ও হাতে মারাত্মক আঘাত প্রাপ্ত হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও যানবাহন চালকরা জানান, আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্রিজের নীচে অপেক্ষমান সিএনজি চালিত অটোরিকশা, অটোবাইক, ভ্যান, শ্রমিককে চাপা দেওয়া সেই ট্রাকটি সহ প্রায় ২০টি যানবহন ব্যাপক ভাংচুর করে। একই সময় তারা ফুটপাতে থাকা হকাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে এবং ব্যবসায়ী আজিজের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ করে সড়ক অবরোধ করে রাখে।

পালবাজার লেবার সমিতির সভাপতি সফিক মোল্লা বলেন, আহত শ্রমিকের সকল চিকিৎসাসহ সকল ক্ষতিপুরন দিতে হবে। স্ট্যান্ড রোডে বড় ধরণের ট্রাক রেখে মালামাল উঠা-নামা করানো যাবে না। যদি এই ধরণের ঘটনায় অব্যাহত থাকে তাহলে শ্রমিকদের পক্ষ থেকে বড় ধরনের আন্দোলন করা হবে।
চাঁদপর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দূর্ঘটনার সাথে জড়িত ট্রাকটি থানা হেফাজতে রয়েছে। শ্রমিকদেরকে শান্ত থাকার জন্য বলা হয়েছে। অভিযোগ পাওয়াগেলে আমরা এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো। বর্তমান ঘটনাস্থল এলাকা শান্ত রয়েছে
এদিকে,চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় কাটাখালী মহজমপুর এলাকায় দানব পাহাড় ট্রলি (ট্রাক্টর)ও অটোরিকশা মুখোমুখী সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। আহতদের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলেও দুজনের অবস্থা আশংকা হওয়া তাদের প্রথমে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে,গতকাল বৃহস্পতিবার বিকেলে হাইমচর উপজেলা কাটাখালী এলাকায়।
আহত যাদের নাম জানা গেছে তারা হলেন, হাইমচর উপজেলার পশ্চিম চরকৃঞ্চপুর গ্রামের মোঃ নুরুল ইসলাম(৬৫),কালু গাজী (৩০),শাহাদাত (৪৫), শাহাকতউল্লা ( ৩০)। আহতদের মধ্যে নুরু ইসলাম ও কালু গাজী অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।
ঘটনার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক’ ট্রাক্টর ও দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
একটি সূত্রে জানা গেছে,প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে দালাল মহসিনের নেতৃত্বে পুলিশকে ম্যানেজ করে এই দানব ট্রাক্টর চলছে। হাইমচরে প্রতিদিন প্রায় শতাধিক ট্রাক্টর সন্ধ্যা থেকে শুরু করে সকাল বিভিন্ন পাড়া-মহল্লা দিয়ে চলাচল করছে। বিগত দিন এই ট্রাক্টরের তান্ডবে অনেক লোক প্রান হারিয়েছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, হাইমচরের মহাসিন প্রতি মাসে ট্রাক্টর মালিকের কাছ থেকে মাসে চার থেকে পাঁচ হাজার টাকা উত্তোলন করে। সেই টাকা নিয়ে হাইমচর থানা পুলিশ এলাকার রাজনৈতিক নেতাদের ম্যানেজ করে এই দানব ট্রাক্ট রাস্তায় চালাচেছন।