বিমানবন্দর থেকে ৩ জন হাসপাতালে

  • আপডেট: ০৬:১১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
  • ৩২

ইতালি ফেরত দুইজনসহ ৩ জনকে শাহজালাল বিমানবন্দর থেকে হাসপাতালে পাঠানো হয়েছে। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তারা বাংলাদেশে এসেছেন। দুইজন ইতালি ছাড়াও অন্যজন সিঙ্গাপুর থেকে এসেছেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক শাহারিয়ার সাজ্জাদ একটি গণমাধ্যমকে বলেন, ইতালি থেকে আসা দুজনের শ্বাসকষ্ট ছিল। সিঙ্গাপুর থেকে আসা ব্যক্তির ছিল জ্বর।

তিনি বলেন, তাদের (ইতালি ফেরত) শ্বাসকষ্ট, নিউমোনিয়ার লক্ষণ ছিল। এটা যেহেতু করোনা আক্রান্তের একটা উপসর্গ, এ কারণে তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। সিঙ্গাপুর থেকে আসা যাত্রীর শরীরে জ্বর থাকায় তাকেও হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে রোববার বাংলাদেশে প্রথম করোনাভাইরাসের রোগী ধরা পড়ার কথা জানায় সরকারের রোগ পরীক্ষা, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

যে তিনজনের মধ্যে নভেল করোনাভাইরাস ধরা পড়েছে তাদের দুজনই ইতালি থেকে এসেছেন। অন্যজন তাদেরই একজনের স্বজন।

ইতালিতে করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে, সেখানে এক বাংলাদেশি আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সিঙ্গাপুরে কভিড-১৯ রোগীর মধ্যে পাঁচজন বাংলাদেশি।

এ মুহূর্তে যারা বিদেশে অবস্থান করছেন, তাদের দেশে না ফেরার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

স্বামীর ঋণের টাকা নিয়ে ২ সন্তান রেখে পরকীয়া প্রেমিকের সাথে উধাও গৃহবধু

বিমানবন্দর থেকে ৩ জন হাসপাতালে

আপডেট: ০৬:১১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০

ইতালি ফেরত দুইজনসহ ৩ জনকে শাহজালাল বিমানবন্দর থেকে হাসপাতালে পাঠানো হয়েছে। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তারা বাংলাদেশে এসেছেন। দুইজন ইতালি ছাড়াও অন্যজন সিঙ্গাপুর থেকে এসেছেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক শাহারিয়ার সাজ্জাদ একটি গণমাধ্যমকে বলেন, ইতালি থেকে আসা দুজনের শ্বাসকষ্ট ছিল। সিঙ্গাপুর থেকে আসা ব্যক্তির ছিল জ্বর।

তিনি বলেন, তাদের (ইতালি ফেরত) শ্বাসকষ্ট, নিউমোনিয়ার লক্ষণ ছিল। এটা যেহেতু করোনা আক্রান্তের একটা উপসর্গ, এ কারণে তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। সিঙ্গাপুর থেকে আসা যাত্রীর শরীরে জ্বর থাকায় তাকেও হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে রোববার বাংলাদেশে প্রথম করোনাভাইরাসের রোগী ধরা পড়ার কথা জানায় সরকারের রোগ পরীক্ষা, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

যে তিনজনের মধ্যে নভেল করোনাভাইরাস ধরা পড়েছে তাদের দুজনই ইতালি থেকে এসেছেন। অন্যজন তাদেরই একজনের স্বজন।

ইতালিতে করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে, সেখানে এক বাংলাদেশি আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সিঙ্গাপুরে কভিড-১৯ রোগীর মধ্যে পাঁচজন বাংলাদেশি।

এ মুহূর্তে যারা বিদেশে অবস্থান করছেন, তাদের দেশে না ফেরার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক।