নিজস্ব প্রতিনিধি:
হাজীগঞ্জ উপজেলা প্রাণিসন্পদ অফিসের উদ্যোগে রোববার (০৮ মার্চ) আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের আওতায় সুফলভোগী ২৫ জন নারীকে নিয়ে প্রথম ব্যাচ ও ২৫ জন পুরুষকে নিয়ে দ্বিতীয় ব্যাচ তৈরি করে প্রতি ব্যাচের জন্য ৩ দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়।
রোববার সকালে হাজীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিসের হল রুমে সুফল ভোগীদের আরো দক্ষ করে বেকারত্ব নিরসন ও দারিদ্র্য বিমোচন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে বিশ্ব নারী দিবসে প্রথম ব্যাচের ২৫ জন নারীকে নিয়ে এ মহৎ প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বখতিয়ার উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাজীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জুলফিকার আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, হাজীগঞ্জ উপজেলার সকল ইউনিয়নের গবাদি পশু পালনকারী সুফল ভোগী নারীগণ।
উল্লেখ্য, হাজীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও আরো আধুনিক পদ্ধতিতে গরু হৃষ্টপুষ্টকরণের সুবিধা, বৈশিষ্ট্যসমূহ, হৃষ্টপুষ্টকরণের জন্য গরু ক্রয় বা সংগ্রহের পরবর্তী করণীয়, মাংস উৎপাদনশীল গরুর জাত পরিচিত, বাসস্থান নির্বাচন, গোয়াল ঘর তৈরি ও প্রতি গরুর জায়গার পরিমাণ, বাসস্থানের স্বাস্থ্য সম্মত দৈনন্দিন পরিচর্যা ও ব্যবস্থাপনা, গো-খাদ্য হিসেবে সবুজ ঘাস, দা নাদার খাদ্য, শুকনো খড়ের পাচ্যতা, গো-খাদ্যে ইউরিয়া ব্যবহারের উপকারীতা ও ইউরিয়া ব্যবহারের সাবধানতা, গবাদি পশুর ইউরিয়া বিষক্রিয়ার লক্ষণ ও করণীয়, গো-খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি, উন্নত জাতের ঘাষ চাষ পদ্বতি, গো-খাদ্যে পুষ্টি ব্যবস্থাপনা, শুকনো খড়ের সাথে ইউরিয়া খাওয়ানোর কৌশল ও দানদার খাদ্যের সাথে ইউরিয়া খাওয়ানোর কৌশল এবং সবুজ ঘাসের বিকল্প হিসেবে এ্যালজির ব্যবহার ও সাবধানতা, গবাদি পশুর রোগ পরিচিত, প্রতিরোধ এবং চিকিৎসা, গবাদিপশুর রোগ প্রতিরোধ টিকা ব্যবহারের সতর্কতা, একনজরে গরু হৃষ্টপুষ্টকরণ প্রক্রিয়া ও গরুর ওজন নির্ণয়, ১০টি গরু হৃষ্টপুষ্টকরণের জন্য বিভিন্ন ব্যয়, আয় এবং নীট মুনাফা সংক্রান্ত খসড়া হিসাব আলোচ্য বিষয়ে ২৫ জন নারীকে নিয়ে প্রথম ব্যাচ এবং ২৫ জন পুরুষকে নিয়ে দ্বিতীয় ব্যাচ করে প্রতিটি ব্যাচের জন্য ৩ দিনের প্রশিক্ষণের আয়োজন করা হয়।
হাজীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস সূত্রে জানা যায়, উপরোক্ত বিষয়গুলো নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় প্রাণি সম্পদ বিভাগের কর্মকর্তাবৃন্দ দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।