স্টাফ রিপোর্টার:
সুইড বাংলাদেশ এর সভাপতি জাওয়াহেরুল ইসলাম মামুন,মহাসচিব ডা:অজন্তা রানী সাহা ,যুগ্ম মহাসচিব মাহবুবুল মনিরসহ ৭সদস্য প্রতিনিধি দলের সুইড বাংলাদেশ চাঁদপুর শাখার বিপনীবাগস্থ কার্যালয় গতকাল ৫ মার্চ সকালে পরিদর্শণ এবং জেলা কমিটির সাথে মতবিনিময় করেন । সুইড বাংলাদেশ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুরুতেই স্বাগত জানান সুইড বাংলাদেশ চাঁদপুর শাখার সভাপতি অধ্যাপক ইসমাইল তপাদার ,সদস্য সচিব মুজিবুর রহমান ,নির্বাহী কমিটির সদস্য সচিব প্রতিমা রানী ভৌমিক সহ চাঁদপুর শাখা কমিটির নেতৃবৃন্দ ।
মতবিনিমিয়কালে সুইড বাংলাদেশ এর সভাপতি জাওয়াহেরুল ইসলাম মামুন বলেন, বুদ্ধি প্রতিবন্ধীদের অধিকার সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে ।এ নিয়ে সুইড বাংলাদেশ কাজ করছে । মুজিববর্ষে সেবার গতি বাড়াতে সকলেই উদ্যোগী হতে আহবান জানান । এছাড়াও তিনি সুইড বাংলাদেশ চাঁদপুর শাখার কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন ।
সুইড বাংলাদেশ এর মহাসচিব ডা:অজন্তা রানী সাহা বলেন,অভিভাবকদেরকে আরো সচেতন থাকার অনুরোধ জানান ।
সুইড বাংলাদেশ চাঁদপুর শাখার কার্যকরি কমিটির সভাপতি অধ্যাপক ইসমাইল তপাদার বলেন, বুদ্ধি প্রতিবন্ধীও সমাজের অবিচ্ছেদ্য অংশ । সুযোগ পেলে তারাও সমাজে অবদান রাখতে পারেন ।
মতবিনিময় ও পরিদর্শণকালে এ সময় আরো উপস্থিত ছিলেন সুইড চাঁদপুর শাখার সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ,যুগ্ম সচিব মো:তাজুল ইসলাম মজুমদার,সাংগঠনিক সচিব মো:ছানাউল্লা খান,ক্রীড়া সচিব সুফী খায়রুল আলম খোকন,সদস্য অধ্যাপক মো: রুহুল আমিনসহ কর্মকর্তা,শিক্ষক-শিক্ষিকা,অভিভাবকবৃন্দ ও বিদ্যালয়ের বিপুল সংখ্যক প্রতিবন্ধী শিক্ষার্থীরা ।