নিজস্ব সংবাদদাতাঃ
চাঁদপুররে জনপ্রিয় সাপ্তাহিক চাঁদপুর কাগজের সম্পাদক ও প্রকাশক, স্যাটেলাইট টেলিভিশিন মাইটিভির চাঁদপুর প্রতিনিধি,সাংবাদিক মুনাওয়ার কাননরে জন্মদিনে ফুললে শুভচ্ছো জানিয়েছেনে চাঁদপুরে হোম ডিজাইন কনস্ট্রাকশন এন্ড কনসালটন্টে।
রবিবার সন্ধ্যায় শহররে ফয়সাল র্মাকটেরে দ্বিতীয় তলায় হোম ডিজাইনরে র্কাযালয়ে তারা ফুললে শুভচ্ছো।এ সময় চাঁদপুরে হোম ডিজাাইন কনস্ট্রাকশন এন্ড কনসালটন্টেরে ব্যবস্থাপক ও পরিচালক ইঞ্জিনিয়ার খোরশদে আলম (বিএসসি), জহিরুল ইসলাম খান, মোঃ রাকিব পাটওয়ারী প্রমুখ।