নিজস্ব প্রতিবেদক:
মঞ্চে দাঁড়িয়ে, নিজে কাঁদলেন এবং আগত অতিথিসহ সবাইকে কাঁদালেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম। তাঁর আবেগঘন বক্তব্যে মঞ্চসহ পুরো অডিটরিয়ামে যেনো স্তব্ধতা নেমে আসে।
পরে শহীদ পুলিশ সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দিতে নিজেই মঞ্চ থেকে নেমে দর্শক সারিতে গিয়ে পুলিশ সদস্যের আত্মীয়দের হাতে ক্রেস্ট তুলে দেন। পুলিশ সুপারের এমন কাজে অভিভূত হলেন উপস্থিত সবাই। ব্যতিক্রম এমন আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে উদযাপিত হলো চাঁদপুর জেলা পুলিশ মেমোরিয়াল ডে।
রবিবার সারাদেশের মতো চাঁদপুরেও যথাযোগ্য মর্যাদায় জেলা পুলিশ লাইনস্- এ উদযাপিত হয়েছে বাংলাদেশ পুলিশ মেমোরিয়াল ডে। প্রথমে চাঁদপুর জেলার ১৬ জন শহীদ পুলিশ সদস্যের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরা দেশের বিভিন্নস্থানে দায়িত্ব পালনকালে শহীদ হন। এসময় তাদের প্রতিকৃতির সামনে একমিনিট নিরবতা ও দোয়া শেষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের প্রধান জ্যেষ্ঠ পুলিশ সুপার জামশের আলী, জেলায় সদ্যপদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রমূখ।
স্মৃতিচারণ ও আলোচনায় অংশ নিয়ে জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, নিহত পুলিশ সদস্যের বীরত্বের কথা স্মরণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। এসময় উপস্থিত স্বজনরাও অশ্রুসিক্ত হয়ে পড়েন।
পরে নিজেই দর্শকসারিতে গিয়ে অনুষ্ঠানে উপস্থিত শহীদ ১৬ জন পুলিশ সদস্যের স্বজনের হাতে সম্মাননা তুলে দেন। এই বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি জানান, এতো বছর ধরে পুলিশে চাকুরি করছি এমন বিরল দৃশ্য কখনো চোখে পড়েনি।
শাহরাস্তি থানার ওসি মো. শাহআলম (এলএলবি) জানান, আবেগঘন স্মৃতিময় একটি দিন অতিবাহিত হলো। সবাই কাঁদতে হয়েছে। এসপি স্যারের অসাধরণ বক্তব্যে না কেঁদে থাকতে পারলামনা।