নিজস্ব প্রতিবেদক॥
“বীমা দিবসে শপথ করি, নিরাপদ জীবন গড়ি” এ শ্লোগানে চাঁদপুর ১ম জাতীয় বীমা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে চাঁদপুর হাসানআলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আউটার স্টেডিয়ামে এসে শেষ হয়।
র্যালি শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়ার সভাপতিত্বে বীমাকর্মী মাকসুদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর সদর সার্কেল জাহেদ পারভেজ চৌধুরী, ডেলটা লাইফের চাঁদপুর ইনচার্জ কে এম লোকমান হোসেন, ফারইস্টি ইসলামী লাইফের চাঁদপুর ইনচার্জ আওলাদ হোসেন, বীমাকর্মী দেলোয়ার হোসেন উজ্জ্বল, মাকসুদুর রহমান, জামিল আহম্মেদ, নূরে আলম জুয়েল, বায়রা লাইফের চাঁদপুরের কর্মকর্তা মালেক হোসেন মুন্না, রাসেল মিয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে বীমা দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।