জামিন না মঞ্জুর : কারাগারে ওসি মোয়াজ্জেম

  • আপডেট: ১০:৩২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুন ২০১৯
  • ৭৭

নতুনেরকথা অনলাইন :

নুসরাত জাহান রাফি হত্যা মামলায় গ্রেফতার সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সোমবার দুপুরে সাইবার ট্রাইব্যুনাল তার জামিন আদেশ বাতিল করে এ আদেশ দেন।

এর আগে সোমবার দুপুর পৌনে ১২টায় তাকে বহনকারী গাড়িটি শাহবাগ থানা থেকে রওনা হয়ে দুপুর সাড়ে ১২টার দিকে সাইবার ট্রাইব্যুনালে পৌঁছায়। এরপর তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। দুপুর ২টার দিকে তাকে সাইবার আদালতে তোলা হয়। আজ সকালে তাকে শাহবাগ থানা পুলিশের কাছ থেকে ফেনী পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শাহবাগ থানার পরিদর্শক (অপারেশনস) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সোনাগাজী থানা পুলিশের একটি দল গতরাতেই ঢাকা এসেছে। আজ সকালে আমরা তাকে তাদের কাছে হস্তান্তর করে দিয়েছি। তারাই মোয়াজ্জেম হোসেনকে সাইবার ট্রাইব্যুনালে নিয়ে গেছেন।

গতকাল রোববার রাজধানীর হাইকোর্ট এলাকা থেকে শাহবাগ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

Tag :
সর্বাধিক পঠিত

চাঁদপুরে খাঁটি গরুর দুধ বিক্রর নামে প্রতারণা

জামিন না মঞ্জুর : কারাগারে ওসি মোয়াজ্জেম

আপডেট: ১০:৩২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুন ২০১৯

নতুনেরকথা অনলাইন :

নুসরাত জাহান রাফি হত্যা মামলায় গ্রেফতার সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সোমবার দুপুরে সাইবার ট্রাইব্যুনাল তার জামিন আদেশ বাতিল করে এ আদেশ দেন।

এর আগে সোমবার দুপুর পৌনে ১২টায় তাকে বহনকারী গাড়িটি শাহবাগ থানা থেকে রওনা হয়ে দুপুর সাড়ে ১২টার দিকে সাইবার ট্রাইব্যুনালে পৌঁছায়। এরপর তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। দুপুর ২টার দিকে তাকে সাইবার আদালতে তোলা হয়। আজ সকালে তাকে শাহবাগ থানা পুলিশের কাছ থেকে ফেনী পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শাহবাগ থানার পরিদর্শক (অপারেশনস) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সোনাগাজী থানা পুলিশের একটি দল গতরাতেই ঢাকা এসেছে। আজ সকালে আমরা তাকে তাদের কাছে হস্তান্তর করে দিয়েছি। তারাই মোয়াজ্জেম হোসেনকে সাইবার ট্রাইব্যুনালে নিয়ে গেছেন।

গতকাল রোববার রাজধানীর হাইকোর্ট এলাকা থেকে শাহবাগ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।