নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর শহরে ধর্মপ্রাণ মুসল্লীদের শান্তিপূর্ণভাবে জুমার নামাজ আদায়কালে মসজিদকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে ছিলো পুলিশ।২৮ ফেব্রুয়ারী শুক্রবার দুপুরে পুলিশের এই তৎপরা দেখা যায়।জানা যায়,সাম্প্রতি ভারতের দিল্লিতে সাম্প্রদায়িক অস্থিশীল অবস্থা বিরাজ করছে।সেই ভিন্ন দেশের উত্তেজনা কতিপয় মুসল্লী বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।যা পুলিশের দৃষ্টিগোচর হওয়ায় হেডকোয়ার্টার থেকে পুলিশি নজরদারী বাড়াতে বলা হয়।আর সেই আলোকেই শহরে পুলিশের সতর্কতা ও ট্রহল বৃদ্ধি করা হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়,সোশ্যাল মিডিয়ায় একটি ভিন্নদেশের অভ্যন্তরিন বিষয় নিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক-সম্প্রিতী নষ্ট করতে কুচক্রী মহল অপচেষ্টা চালাচ্ছে।তারা জুমার নামাজ শেষে সাধারণ ধর্মপ্রাণ মুসলমান ভাইদের উসকানী দিয়ে যেকোন নাশকতা সৃষ্টি করতে ওত পেতে ছিলো।যে খবর পুলিশের কাছে আগে থেকে আসায় পুলিশ জুমার নামাজের আগে থেকেই শহর সহ এর আশপাশের মসজিদগুলোর সামনে জোড়ালোভাবে অবস্থান নেয়।
এদিকে সরজমিনে শহর ঘুরে দেখা যায়,শহরের শপথ চত্ত্বরের বাইতুল আমিন জামে মসজিদ,হাসানআলী মাঠের চিশতিয়া মসজিদ,বাসস্ট্যান্ডের গোরে গোরিবা জামে মসজিদ,মিশন রোডের শাহী মসজিদ,ট্রাকরোডের দারুস সালাম জামে মসজিদ,কদমতলার বেগম মসজিদ,পুরানবাজারের বড় মসজিদ সহ বেশ কিছু মসজিদকে টার্গেট করে সতর্ক অবস্থানে থেকে পুলিশ মোতায়েন ছিলো।এছাড়াও পুলিশের মোবাইল পার্টি,ডিবি ও সঙ্গীয় ফোর্সরা সার্বক্ষনিক শহরের অলিতে গলিতে ট্রহলরত ছিলো।
এ ব্যপারে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন জানান,ভিন্ন দেশের অভ্যন্তরিন বিষয় নিয়ে একটি চক্র বাংলাদেশে সাম্প্রদায়িক-সম্প্রীতিতে আঘাত আনার অপচেষ্টা চালাচ্ছে।তাই পুলিশ সুপারের নির্দেশে ধর্মপ্রাণ মুসল্লী ভাইদের যেকোন উসকানী বা জ্বালাময়ি বক্তব্য থেকে বিরত রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।তিনি আরো জানান,যেকোন নাশকতা ঠেকাতে প্রস্তুত চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।তবে আল্লাহর রহমতে সকল ধর্মপ্রাণ মুসল্লী ভাইরা শান্তিমতো নির্বিগ্নে তাদের জুমার নামাজ আদায় করেছেন।আমরা কাউ কেউ কোন বিভ্রান্তি বা উসকানীতে পড়তে দেইনি।