নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর শহরে দিনে দুপুরে ব্যবসায়ী নয়ন রায় নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালংকার লুটপাটের ঘটনায় জড়িত সন্দেহে চোরা রাসেল পাটওয়ারী(৩৫)কে নামে এক আসামীকে আটক করেছে পুলিশ।
২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার এ তথ্য জানান নতুন বাজার পুলিশ ফাঁড়ির পরিদর্শক(ইনচার্জ) মোঃ বাহার মিয়া। তিনি সাংবাদিকদের জানান,বেশ কিছুদিন পূর্বে শহরে দিনে-দুপুরে এক স্বর্ণব্যবসায়ী নয়ন রায়কে কুপিয়ে স্বর্ণালংকার লুটপাট করা হয়েছিলো। ঐ ঘটনার রহস্য উদঘাটন করতে গিয়েই রাসেল পাটওয়ারীকে আটক করা হয়েছে।তাকে বুধবার শহরের ওয়ারলেস মোড় থেকে আটক করা সম্ভব হয়। সে শহরের তালতলার মমিন পাটওয়ারীর ছেলে।তার নামে এর আগের আরো ১টি দস্যুতা ও ১টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। আমরা এই ঘটনার রহস্য উদঘাটনে রাসেল পাটওয়ারীর ব্যপারে আদালতে ৫ দিনের রিমান্ড চেয়েছি। বর্তমানে রাসেলকে কোর্টে চালান দেওয়া হয়েছে।
নতুন বাজার পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) মোঃ বাহার মিয়া এ ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের আরো জানান, শহরের ব্যবসায়ী নয়ন রায় কে ২০১৯ সালের অক্টোবরের ৩১ তারিখ সকালে কে বা কারা কুপিয়ে প্রায় ১৭ লক্ষ ১০ হাজার ৫’শ টাকার লাুট করে নেয়। এমনটি জানিয়ে ৩ নভেম্বর চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা হয়। যার মামলা নং-০৩/১৯। পরবর্তীতে ওই মামলার তদন্তভার আমাকে দেওয়া হয়।
তিনি সাংবাদিকদের আরো জানান, ঐ সময়ে সিসি টিভির ফুটেজ দেখে ঘটনায় ব্যবহৃত রিক্সাটি আমরা জব্দ করতে পেরেছি। সেই রিক্সার চালক মোঃ হাবিব কেও সন্দেহভাজন হিসেবে আটক করি। পরবর্তীতে তাকে তার মা-বাবার জিম্মায় ছেড়ে দেওয়া হয়। আর রিক্সাটি এখনো আমাদের ফাঁড়িতে জব্দ রয়েছে। এছাড়াও সন্দেহভাজন হিসেবে রাজু বেপারীকেও আটক করা হয়। সে বর্তমানে জামিনে রয়েছে। এরপর ঐ ঘটনায় বেশ কিছু ক্লু আমাদের সামনে আসে। আর তাতেই দীর্ঘদিন পলাতক থাকার পর আমরা রাসেল পাটওয়ারীকে সন্দেহভাজন হিসেবে আটক করতে সক্ষম হই। আশা করছি দ্রুত ঐ মামলাটির রহস্য সবার সামনে উন্মোচন করতে পারবো।
এ ব্যাপারে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, শহরের বুকে দিনে-দুপুরে ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনাটি বেশ চাঞ্চল্যকর। তবে পুলিশ ঐ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে।আ মরা রাসেল পাটওয়ারীকে আটক করতে সক্ষম হয়েছি। দ্রুত এই চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করতে পারবো বলে আশাবাদী।
এ দিকে রাসেল পাটওয়ারী আটক হওয়ার পর নিজের এক প্রতিক্রিয়ায় ঐ ঘটনায় ক্ষতিগ্রস্থ নয়ন রায় সাংবাদিকদের জানান,আমি ঐ নৃশংস ঘটনায় জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি।