নিজস্ব প্রতিবেদক ॥
চাঁদপুর জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চাঁদপুর আউটার স্টেডিয়ামে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। শুরুতেই একটি বর্ণাঢ্য র্যালী শহরের ইলিশ চত্বর থেকে বের হয়ে মেলাস্থলে এসে শেষ হয়।
পরে উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম (বার), চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা, চাঁদপুর চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাষ্ট্রিজ এর প্রেসিডেন্ট জাহাঙ্গীর আখন্দ সেলিম, পরিচালক তমাল কুমার ঘোষ, ক্রীড়া সংগঠক অজয় কুমার ভৌমিক প্রমূখ।
আরো পড়ুন: হাজীগঞ্জে ৪’শ ছাত্রীকে স্যানেটারি ন্যাপকিন প্রদান
উদ্বোধনী আলোচনা শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সপ্তাহব্যাপী এই মেলায় আঞ্চলিক উদ্যোক্তাদের ৪০টি স্টল রয়েছে।