গাজী মহিনউদ্দিন:
অপারেশনের পর ব্রেন টিউমারে আক্রান্ত দরিদ্র বাবার মেয়ে আঁখি আক্তারকে (১৭) হাসপাতালে দেখতে গেলেন চাঁদপুর-৫ হাজীগঞ্জ শাহরাস্তি আসনের সংসদ সদস্য, নৌ পরিবহন মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
২৭ ফেব্রুয়ারি বৃষ্পতিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আঁখি আক্তারকে দেখতে যান মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি। এসময় তিনি আঁখির সাথে কথা বলেন এবং চিকিৎসার খোঁজ-খবর নেন। চিকিৎসার যাবতীয় কাগজপত্র দেখে ডাক্তারদের সাথে কথা বলেন আঁখিকে আরো উন্নতমানের চিকিৎসা দেওয়ার জন্য তাগিদ দেন তিনি।
এসময় মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপির সাথে হাসপাতালে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের কৃতি সন্তান মো. হুমায়ুন কবির লিটন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক আমিনুল ইসলাম বাবলু প্রমুখ।
ব্রেন টিউমার আক্রান্ত আঁখি আক্তারের চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তর এমপি। গত ২০ ফেব্রুয়ারি বৃস্পতিবার সকাল ৯টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ৭ঘন্টা চেষ্টা চালিয়ে বিকাল ৪টায় অপারেশন সম্পন্ন করা হয়। আঁখির সুস্থ্যতা কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছিলেন তিনি ।
আঁখির চিকিৎসার দায়িত্ব নিয়েছে তিনি। আঁখির চিকিৎসার বিষয়ে হাসপাতালের ডাক্তারও পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তিনি।
এমপি’র প্রতিনিধি হিসেবে হাসপাতালে মেয়েটির দেখাশুনা করছেন বলাখালের বাসিন্দা ও ঢাকা মহনগর ছাত্রলীগ নেতা তসলিম আলম শিশির।
রফিকুল ইসলাম বীরউত্তম এমপি বলেন, শুধু আঁখিই নয় হাজীগঞ্জ শাহরাস্তির যেকোন অসহায় মানুষের জন্য আমার দরজা খোলা থাকবে। কেউ অপচিকিৎসায় মরবেনা। আমরা সাধ্যমতো সবাকে চিকিৎসায় সহযোগিতা করবো।
উল্লেখ্য, আঁখি হাজীগঞ্জের ৫নং সদর ইউনিয়নের সুবিদপুর গ্রামের তমিজ উদ্দিন মিয়াজী বাড়ির কাউসার হোসেনের মেয়ে। কাউছার হোসেন পেশায় দিনমজুর। আঁখিকে ব্রেইন টিউমারের অপারেশন করার মত সামর্থ নেই বাবা মায়ের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আঁখির বিষয়ে জানতে পেয়ে চিকিৎসার দায়িত্ব নেন মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
বলাখালের বাসিন্দা ও ঢাকা মহনগর ছাত্রলীগ নেতা তসলিম আলম শিশিরের উপস্থিতিতে মেয়েটির বাবার সাথে মুঠোফোনের মাধ্যমে কথা বলেন মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। এ সময় তিনি বিস্তারিত জেনে মেয়েটির চিকিৎসার বিষয়ে আশ্বস্ত করেন। ৫ ফেব্রুয়ারী বুধবার সকাল ১০টার দিকে মেয়েটিকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের দেখতে যান তিনি।
আখি আক্তার ৪ ভাই-বোনের মধ্যে সবার ছোট। সে হাজীগঞ্জের বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয় থেকে গত বছর প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ ৪.৫ পেয়ে উত্তীর্ণ হয়ে বলাখাল মুকবুল আহম্মদ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণিতে পড়ালেখা করছে।
গত কয়েক মাস আগে অসুস্থ হয়ে পড়লে প্রথমে হাজীগঞ্জ ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকরা জানান, আঁখি ব্রেইন টিউমারে আক্রান্ত। সেখান থেকে আঁখিকে রেফার করা হয় রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে। গত ১৬ জানুয়ারি থেকে আাখি ওই হাসপাতালের নিচতলার ১নং ওয়ার্ডের ৭নং বেডে চিকিৎসাধীন রয়েছে।